সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের লালে লাল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। জেএনইউয়ের চার গুরুত্বপূর্ণ পদেই জয়ী বাম জোট। ফের শূন্য হল এবিভিপি।
জেএনইউয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট পদে এবিভিপির বিকাশ প্যাটেলকে চারশোর বেশি ভোটের ব্যবধানে হারালেন বাম জোটের প্রার্থী অদিতি মিশ্র। ভাইস প্রেসিডেন্ট পদে ১২০০-র বেশি ভোটে এবিভিপি প্রার্থীকে হারালেন বাম জোটের কে গোপিকা। সম্পাদক পদে এবিভিপির রাজেশ্বর কান্ত দুবেকে একশোর বেশি ভোটে হারিয়েছেন সুনীল যাদব। এই আসনে লড়াই বেশ জোরদার হয়েছে। বাম প্রার্থী পেয়েছেন ১ হাজার ৯১৫ ভোট। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৮৪১ ভোট। যুগ্ম সম্পাদক পদে জয়ী বাম জোটের প্রার্থী দানিশ আলি।
মঙ্গলবার জেএনইউ ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। রাত ৯টা থেকেই কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু হয়। জেএনইউ নির্বাচন কমিটি জানিয়েছে, ছাত্র সংসদ নির্বাচনে মঙ্গলবার ৬৭ শতাংশ ভোট পড়েছে। সেন্ট্রাল প্যানালের চারটি পদের জন্য মোট প্রার্থীর সংখ্যা ছিল ২০ জন। যোগ্য নির্বাচক পড়ুয়ার সংখ্যা ছিল ৯ হাজার ৪৩ জন।
এমনিতে জেএনইউ বরাবর বাম ঘেঁষা। গোটা দেশের বাম ছাত্র রাজনীতি তথা বাম-অতিবাম মনস্কদের আঁতুড়ঘর হিসাবে প্রতিষ্ঠিত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। চমকপ্রদভাবে দীর্ঘদিনের খরা কাটিয়ে গতবার জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে তিনটির মধ্যে একটি পদে জিতেছিল এবিভিপি। সেই আসনটি ফের ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়ল বামেরা।
