shono
Advertisement

মেট্রো স্টেশনে সাংবাদিকের শ্লীলতাহানি, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

দেখুন সেই ভিডিও। The post মেট্রো স্টেশনে সাংবাদিকের শ্লীলতাহানি, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:02 PM Nov 17, 2017Updated: 05:24 PM Sep 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বেআব্রু নারী সুরক্ষা। ঘটনাস্থল সেই দিল্লি। মেট্রো স্টেশনের মধ্যে শ্লীলতাহানি করা হল সাংবাদিককে। তরুণী রুখে দাঁড়ানোয় পালিয়ে যায় বিকৃতমনস্ক ব্যক্তিটি। পরে অবশ্য অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজ সামনে আসার পর রাজধানীর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

Advertisement

#WATCH: 25-year-old journalist molested at ITO Metro station in #Delhi on 13 November; accused arrested.(Source: CCTV) pic.twitter.com/xbkDVKBu0K

— ANI (@ANI) November 17, 2017

[ন্যাশনালে জুনিয়র ডাক্তারের রহস্যমৃত্যু, প্রেমিকার চাপেই কি আত্মহত্যা?]

পুলিশ সূত্রে খবর, ওই সাংবাদিককে যৌন হেনস্থার আগে আরও একজনের সঙ্গে এমন আচরণ করেছিল অভিযুক্ত। গত ১৩ নভেম্বর দিল্লি মেট্রোর আইটিও স্টেশনে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় ওই মহিলা সাংবাদিক মেট্রো থেকে নেমে সিঁড়িতে উঠছিলেন। এমন সময় একজন তাঁর পথ আটকানোর চেষ্টা করে। এই অছিলায় ওই তরুণীর শরীরে আপত্তিকরভাবে হাত দেয় অভিযুক্ত। সাংবাদিক জানান, ‘‘আমি প্রথমে ভেবেছিলাম ভুল করে হয়তো ওই ব্যক্তি ছোঁয়। কিন্তু যখন সে ফের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তখনই উদ্দেশ্য বুঝে যাই। কয়েক সেকেন্ডের মধ্যে আমি রুখে দাঁড়াই। ওখানে কোনও নিরাপত্তাকর্মী ছিলেন না। কেউ থাকলে লোকটিকে ধরে ফেলতাম।’’ ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অখিলেশ কুমার। পুলিশের বক্তব্য, শ্লীলতাহানির আগে মহিলার উদ্দেশে কটূক্তিও করেছিল অখিলেশ। সে মত্ত অবস্থায় ছিল। ঘটনার কয়েক দিন পর অখিলেশকে পুলিশ জালে তোলে। এদিন ধৃতর ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় পাতিয়ালা হাউস কোর্ট।

[অমানবিক! অসুস্থ বাবাকে ঘরে আটকে রেখে ভ্রমণে পুত্র ও পুত্রবধূ]

নির্ভয়া কাণ্ডের পর আইন কঠোর হলেও রাজধানীতে মহিলাদের নিরাপত্তা রয়ে গিয়েছে সেই তিমিরে। দক্ষিণ দিল্লিতে গত মঙ্গলবার গভীর রাতে এক মহিলা গণধর্ষণের শিকার হন। তাকে অপহরণ করে নিয়ে যায় এক গাড়িচালক। আর এই ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার সময় দিল্লি মেট্রোর আইটিও স্টেশনে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। খাস মেট্রো স্টেশনের মধ্যে এই ঘটনা বুঝিয়ে দিল নারী সুরক্ষা নিয়ে অনেক কথা বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি।

The post মেট্রো স্টেশনে সাংবাদিকের শ্লীলতাহানি, প্রশ্নের মুখে নারী নিরাপত্তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার