সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় বড় শহরে হেনস্তার ঘটনা ঘটেই থাকে! বিতর্কিত মন্তব্য করেছিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। এহেন মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠতেই অবশ্য পালটা সাফাই দিয়েছেন তিনি। মন্ত্রীর কথায়, কেউ নাকি বুঝতেই পারেনি তিনি কী বলেছেন। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে।

ঠিক কী নিয়ে বিতর্ক? সম্প্রতি ভাইরাল হয় বেঙ্গালুরুর একটি ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুই তরুণী হেঁটে আসছেন। আচমকাই পিছন থেকে এক যুবক ধাওয়া করে এসে তাঁদের মধ্যে একজনকে জড়িয়ে ধরে। এমনকী ওই তরুণীর বুকেও হাত দেয়! তাঁরা দু’জন মিলে প্রতিরোধ করতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় যুবক। এই ফুটেজ প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। বেঙ্গালুরুর মতো শহরের রাস্তায় কেন মহিলারা নিরাপদ নন, সেই নিয়ে প্রশ্ন ওঠে।
ভিডিও ভাইরাল হতেই প্রশ্নের মুখে পড়তে হয় কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু ঘটনাটি নিয়ে মন্তব্য করে বড়সড় বিতর্কে জড়ান তিনি। যৌন হেনস্থার ভিডিও নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরমেশ্বর বলেন, “এরকম বড় শহরে মাঝে মাঝেই এমন ঘটতে থাকে।” এই মন্তব্য ভাইরাল হতেই বিতর্ক আরও বাড়ে। শেষ পর্যন্ত ফের মুখ খুলতে বাধ্য হন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার তিনি দাবি করেন, তিনি যা বলতে চেয়েছেন সেটা কেউ বুঝতেই পারেনি। দায়িত্বে থাকাকালীন মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক প্রকল্প চালু করেছেন বলেও দাবি করেন তিনি।
পরমেশ্বরের মতে, "আমার মন্তব্যকে এভাবে বিকৃত করা মোটেও উচিত হয়নি। মা-বোনেরা যদি আমার কথায় আহত হয়ে থাকেন, আমি দুঃখপ্রকাশ করছি। তবে নিজের কথার ব্যাখ্যা দিতে চাই। সবসময়ে মহিলাদের সুরক্ষার পক্ষে থেকেছি। কিন্তু গতকাল আমি যা বলতে চেয়েছি সেটা কেউই বুঝতে পারেনি।" মন্ত্রী আরও বলেন, তাঁর আমলে নারীসুরক্ষার জন্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তার বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য সাংবাদিক বৈঠক ডাকবেন। তবে তাতেও বিতর্ক থামবে কি?