shono
Advertisement

Breaking News

Kerala

নাবালককে যৌন নির্যাতন, কেরলে যুবককে ৪৭ বছরের সাজা শোনাল পকসো আদালত

বিরাট জেলের সাজার পাশাপাশি মোটা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছেন বিচারক।
Published By: Subhodeep MullickPosted: 05:04 PM Apr 27, 2025Updated: 05:04 PM Apr 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালককে যৌন হেনস্তা। অত্যাচার। কাঠগড়ায় প্রতিবেশী দাদা। নৃশংস এই অপরাধে যুবককে ৪৭ বছরের সাজা শোনাল কেরলের পকসো আদালত। পাশাপাশি, তাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম সিজোমন। তার বয়স ৪১ বছর। গত বছর আগস্ট মাসে তার বিরুদ্ধে কেরলের কোট্টায়াম শহরের আয়ারকুন্নম থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ, সে প্রতিবেশী এক নাবালককে যৌন নির্যাতন করেছে। সম্প্রতি সেই মামলাতেই কেরলের পকসো আদালত সিজোমনকে দোষী সাব্যস্ত করেছে।

বিচারক সতীশ কুমারের নির্দেশ, ৪৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি সিজোমনকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে ওই নাবালকের পরিবারকে। রবিবার পুলিশের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বিষয়টি জানানো হয়েছে। এই মামলার তদন্তকারী আধিকারিক ছিলেন অনুপ জোশ এবং সরকারের তরফ থেকে মামলাটি লড়ছিলেন পল কে অ্যাব্রাহাম।  

প্রসঙ্গত, বৃহস্পতিবারই দিল্লিতে অন্য এক ঘটনায় ছ’বছর বালিকাকে অপহরণ করে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকা তাঁর মায়ের সঙ্গে গুরুদ্বারে গিয়েছিল। কিন্তু ভিড়ের মাঝে পড়ে সে হারিয়ে যায়। এরপরই অভিযুক্ত তাকে সেখান থেকে অপহরণ করে এবং যোন নির্যাতনের চেষ্টা করে। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।             

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাবালককে যৌন হেনস্তার অপরাধে এক যুববকে ৪৭ বছরের সাজা শোনাল কেরলের পকসো আদালত।
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম সিজোমন।
  • কেরলের কোট্টায়াম শহরের আয়ারকুন্নম থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
Advertisement