shono
Advertisement

পড়তে বসে নির্যাতনে নাজেহাল, এই শিশুর পরিচয় জানেন?

পরিচয় জানলে চমকে উঠবেন। The post পড়তে বসে নির্যাতনে নাজেহাল, এই শিশুর পরিচয় জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:53 PM Aug 22, 2017Updated: 03:40 PM Oct 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগে সামনে এসেছিল ভিডিওটি। ছোট্ট একরত্তি শিশু নাজেহাল অঙ্ক শিখতে। কিন্তু শিক্ষিকা নাছোড়বান্দা। একরত্তির চোখের জলেও মনে মায়ার উদ্রেক হচ্ছে না তাঁর। আকুতি-মিনতি, কোনওটাই কাজে লাগছে না। এ ভিডিও দেখে আফশোস করেননি, এমন মানুষ নেটদুনিয়ায় পাওয়া দুষ্কর। ব্যতিক্রম ছিলেন না বিরাট কোহলি, যুবরাজ সিং-রাও। ভাইরাল ভিডিও তাঁদেরও আবেগকেও নাড়া দিয়েছিল। তাঁদের প্রোফাইলেও উঠে এসেছিল এ করুণ দৃশ্য। কড়া সমালোচনায় সরব হয়েছিলেন বিরাট-যুবরাজরা।

Advertisement

[কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি]

কিন্তু যার জন্য নেটিজেনদের এত মাথাব্যথা। কে সেই কন্যা? কীই বা তার পরিচয়? এই প্রশ্নও তুলেছিলেন অনেকে। সেই প্রশ্নেরই উত্তর মিলল সম্প্রতি। সূত্রের খবর মানলে, একরত্তি এই শিশুটি মোটেও কোনও সাধারণ মধ্যবিত্ত ঘরের কন্যা নয়। বলিউড গায়ক-সংগীত পরিচালক জুটি শারিব ও তোশি সাবরির সম্পর্কে ভাগ্নী হয়।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই বিস্ফোরক তথ্য সামনে এনেছে। এর স্বপক্ষে তাঁরা শারিবের ইনস্টাগ্রাম প্রোফাইলের কিছু ভিডিও শেয়ার করেছেন।

ride with my jaaanam niece#gladiator#bike#gypsyking

A post shared by Sharib Sabri (@sharibsabri) on

[ব়্যাম্পে উঠেই লজ্জায় পড়লেন দিশা, বাঁচালেন ‘প্রেমিক’ টাইগার]

trying to call her toshi mama love the voice of my jaaanam#babylove#daughters#peace#gypsyking

A post shared by Sharib Sabri (@sharibsabri) on

একই শিশু কখনও বাইকে চড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কখনও আবার স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত গেয়ে সকলকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছে। এর পরই উঠছে নয়া প্রশ্ন। যে শিশু এত সহজে জীবনকে আপন করে নিতে পারে, সে শিশুকে কি আরও সহজভাবে ভালবেসে অঙ্কটা শেখানো যেত না?

[খোদ সলমনের কড়া চ্যালেঞ্জের মুখে বরুণ ধাওয়ান!]

The post পড়তে বসে নির্যাতনে নাজেহাল, এই শিশুর পরিচয় জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার