shono
Advertisement

‘২০২৪ লোকসভা ভোটে হারের পর বিদেশে ঠাঁই নেবেন মোদি’, কটাক্ষ লালুর

ভারত ছাড়ো বিতর্ক উসকে দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
Posted: 01:11 PM Jul 31, 2023Updated: 03:03 PM Jul 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections) গো হারা হারবে বিজেপি (BJP), ভোটে হারবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। চিন্তিত মোদি এখন বিদেশে ঠাঁই খুঁজছেন, তাই ঘন ঘন বিদেশ সফর। চূড়ান্ত কটাক্ষের এই মন্তব্য করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি (RJD) সভাপতি বর্ষীয়ান নেতা লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)।

Advertisement

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চব্বিশের লড়াই হতে চলেছে ‘মোদি’ বনাম ‘ইন্ডিয়া’। ইতিমধ্যে ‘নরেন্দ্র মোদি’ বনাম বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের লড়াইয়ের মহড়া সংসদের ভিতরে ও বাইরে শুরু হয়ে গিয়েছে। রাজস্থানের এক জনসভায় গিয়ে ‘ইন্ডিয়া’ জোটকে নিশানা করেন মোদি। মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে ‘ভারত ছাড়ো’-র হুঙ্কার তোলেন। ‘জিতেগা ভারত’ স্লোগানের উত্তরে পাল্টা স্লোগান তোলেন, ‘জিতেগা কমল, খিলেগা কমল।’ আগেই নয়া বিরোধী জোটকে আক্রমণ করে মোদি বলেছিলেন, বিরোধী দলগুলি দুর্নীতি, স্বজনপ্রীতি এবং তুষ্টির রাজনীতির নতুন জোট “ইন্ডিয়া” গঠন করেছে। তারই পালটা দিলেন লালু।

[আরও পড়ুন: চন্দ্রযানের যুগেও খাটা পায়খানা, মেথর প্রথা! উদ্বেগের ছবি কেন্দ্রেরই ‘স্বচ্ছতা অভিযান’ অ্যাপে]

ভারতীয় রাজনীতির অন্যতম রঙিন ব্যক্তিত্ব দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছিলেন। বর্তমানে খানিকটা সুস্থু। বহুদিন পর ছেলে তথা বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব আয়োজিত একটি অনুষ্ঠান যোগ দেন। সেখানেই দাবি করেন, ভোটে হারবেন বুঝে দেশ ছাড়ার ছক কষছেন মোদি। লালুর কথায়, “মোদিই দেশ ছাড়ার পরিকল্পনা করছেন… সেই কারণেই একাধিক বিদেশ সফর করছেন তিনি। এমন একটা জায়গা খুঁজছেন যেখানে বসে শান্তিতে পিজ্জা, মোমো এবং চাউমিন খাওয়া যায়।”

[আরও পড়ুন: ‘বেছে বেছে মুসলিমদের খুন কেন?’ ট্রেনে শুটআউটে ধৃত কনস্টেবলকে নিয়ে বিস্ফোরক IG, RPF]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement