সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। বিভিন্ন জায়গায় প্রতিবাদের আগুন জ্বলেছে। অশান্তির মাঝে পড়ে সিপিএম সমর্থক বাবা-ছেলের মৃত্যুও হয়েছে। যদিও পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছে। ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়ে দু'শোর বেশি গ্রেপ্তারও হয়েছে। দায়ের হয়েছে বেশ কয়েকটি এফআইআর। এসবের পরও মুর্শিদাবাদ পরিস্থিতির জল গড়াল সুপ্রিম কোর্টে। বিশেষ তদন্তকারী দল গড়ে শীর্ষ আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়েছেন এক আইনজীবী।

জানা গিয়েছে, শশাঙ্ক শেখর ঝা নামে সুপ্রিম কোর্টেরই এক আইনজীবী সোমবার মুর্শিদাবাদ নিয়ে মামলা দায়ের করেছেন। সেই আবেদনে বলা হয়েছে, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে শুধু কলকাতা হাই কোর্ট নয়, শীর্ষ আদালতেরও নজর দেওয়া উচিত। উল্লেখ্য, ইতিমধ্যে হাই কোর্টের নির্দেশে মুর্শিদাবাদে শান্তি প্রতিষ্ঠায় নেমেছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের সঙ্গে কাজ করছেন বাহিনীর জওয়ানরা। এই পরিস্থিতিতে আইনজীবী শশাঙ্ক শেখর ঝা-র আবেদন, সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট গঠন করে তদন্ত হোক। তবে এই আবেদন নিয়ে এখনও সুপ্রিম কোর্ট কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলেই খবর।
গত শুক্রবার থেকে ওয়াকফ আইনের প্রতিবাদে সংঘর্ষ হয় মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ শীর্ষ পুলিশ কর্তারা। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আতঙ্কের রেশ কাটেনি এখনও। তারপরেও অশান্তি আটকাতে এবং মানুষের প্রাণ ও সম্পত্তি রক্ষা করতে শীর্ষ আদালতকে হস্তক্ষেপ করার আর্জি জানানো হয়। এখন দেখার, আবেদনের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত।