shono
Advertisement
LIC

'ফাঁদ পেতেছে' জালিয়াতরা! গ্রাহকদের সতর্ক করল এলআইসি

এলআইসির লোগো ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়া।
Posted: 11:52 AM Apr 25, 2024Updated: 01:44 PM Apr 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোম্পানির ব্র্যান্ড এবং লোগোর অপব্যবহার করে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণামূলক বিজ্ঞাপন নিয়ে এবার সতর্ক করল লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন  (LIC) (এলআইসি)। বুধবার জীবন বিমা সংস্থার তরফে জানানো হয়েছে শুধু কোম্পানির ব্র্যান্ডের নাম এবং লোগোর অপব্যবহার করা নয়, বিজ্ঞাপনে সংস্থার কর্তাদের ছবিও ব্যবহার করা হচ্ছে। এই প্রতারণামূলক বিজ্ঞাপনগুলি নিয়েই সতর্কবার্তা দিল এলআইসি।

এদিন নিজেদের ‘এক্স’ হ্যান্ডলে এলআইসি তাদের গ্রাহক এবং জনসাধারণকে সতর্ক থাকতে বলেছে বিমা সংস্থাটি। এক্স প্ল্যাটফর্মেই জানানো হয়, এই ধরনের কোনও বিজ্ঞাপন নজরে এলে সোশাল মিডিয়ায় তার যে লিঙ্ক রয়েছে তা সংস্থার অফিসিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে রিপোর্ট করতে বলে এদিন সতর্ক করছে এলআইসি।

Advertisement

[আরও পড়ুন: আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি! চাঞ্চল্যকর অভিযোগ জ্ঞানবাপীর বিচারকের

‘এক্স’-এ এলআইসি জানিয়েছে, “এই জাতীয় কোনও বিজ্ঞাপনের সত্যতা যাচাই করেই পদক্ষেপ করুন। এটা আমাদের নজরে এসেছে যে কিছু ব্যক্তি এবং কোনও সংস্থা আমাদের সম্মতি ছাড়াই আমাদের ঊর্ধ্বতন এবং প্রাক্তন কর্মকর্তাদের ছবি, আমাদের ব্র্যান্ডের লোগো এবং ব্র্যান্ডের নামের অপব্যবহার করে বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণামূলক বিজ্ঞাপন করছে। আমরা এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপের বিষয়ে জনসাধারণকে সতর্ক করছি। আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব। সংস্থার তরফে বলা হয়েছে, এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপনের দ্বারা কেউ যেন বিভ্রান্ত না হয়।”

[আরও পড়ুন: দেড় মাসে একটিও আবেদন পড়েনি CAA-তে, সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement