shono
Advertisement
Lok Sabha 2024

'সনাতন বিরোধী স্লোগান দিতে পারব না', কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ গৌরব বল্লভের

প্রথমবার শিরোনামে এসেছিলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রকে মাটি ধরিয়ে। তার পর কংগ্রেসের বহু শীর্ষপদে কাজ করেছেন গৌরব।
Posted: 09:59 AM Apr 04, 2024Updated: 01:45 PM Apr 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার শিরোনামে এসেছিলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রকে (Sambit Patra) মাটি ধরিয়ে। তার পর কংগ্রেসের বহু শীর্ষপদে কাজ করেছেন। দলের টিকিটে ভোটেও লড়েছেন। সেই গৌরব বল্লভও এবার কংগ্রেস (Congress) ছাড়লেন। তাঁর সাফ কথা, 'সনাতন ধর্ম বিরোধী কোনও স্লোগান তুলতে পারব না।'  দল ছাড়ার কয়েক ঘণ্টা পরই বিজেপিতে যোগ দেন তিনি। 

Advertisement

গৌরব বল্লভ (Gaurav Vallabh) কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ছিলেন। বৃহস্পতিবার দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে তিনি বলছেন,"আজ আমি ব্যাথিত, দুঃখিত। অনেক কথা বলার ছিল। আমার সংস্কার আমাকে বাধা দিচ্ছে। কিন্তু সত্যগোপন করা অনুচিত।" তাঁর বক্তব্য,"আমি রাজনীতিতে এসেছিলাম মানুষের কথা বলতে। কিন্তু দল এখন যে দিশাহীনতার দিকে এগিয়ে যাচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।"

[আরও পড়ুন: মাটি খুঁড়তেই মুঘল আমলের রুপোর মুদ্রা! সংগ্রহ করতে হুড়োহুড়ি গ্রামবাসীদের]


সদ্য ইস্তফা দেওয়া কংগ্রেস নেতার অভিযোগ, কংগ্রেস সনাতন ধর্ম বিরোধী আচরণ করছে। তিনি বলছেন, "আমি সনাতন ধর্মে বিশ্বাসী। সনাতন বিরোধী স্লোগান তুলতে পারি না। দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। তাই আমি কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিছি।"

[আরও পড়ুন: বিষ্ণুপ্রসাদ ও জন বার্লা ‘কাঁটায়’ বিদ্ধ বিজেপি! কাল মোদির সভায় যাবেন মন্ত্রী?]

গৌরব অর্থনীতির অধ্যাপক ছিলেন। কংগ্রেসের হাত ধরেই তাঁর রাজনীতিতে আগমন। এর আগে কংগ্রেসের টিকিটে ঝাড়খণ্ডের জামশেদপুর এবং রাজস্থানের উদয়পুরে ভোটে লড়েছেন তিনি। দুবারই হেরেছেন। এবার বিজেপিতে নিজের ভাগ্য পরীক্ষা করবেন গৌরব। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গৌরব বল্লভ কংগ্রেসের র্বভারতীয় মুখপাত্র ছিলেন।
  • হস্পতিবার দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন।
  • সদ্য ইস্তফা দেওয়া কংগ্রেস নেতার অভিযোগ, কংগ্রেস সনাতন ধর্ম বিরোধী আচরণ করছে।
Advertisement