shono
Advertisement
Rahul Gandhi

'নেপথ্যে VVIP কালচার', মহাকুম্ভে দুর্ঘটনায় যোগী সরকারকে তুলোধোনা রাহুলের

মহাকুম্ভে ভিভিআইপি সংস্কৃতি বন্ধ করার বার্তা রাহুলের।
Published By: Amit Kumar DasPosted: 01:47 PM Jan 29, 2025Updated: 02:32 PM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় যোগীর প্রশাসনকে নিশানায় নিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি রাহুলের অভিযোগ, ভিভিআইপিদের সুবিধা দিতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের অবহেলা করেছে যোগীর প্রশাসন। যার জেরেই মর্মান্তিক এই ঘটনা। মহাকুম্ভে অবিলম্বে এই ভিভিআইপি সংস্কৃতি বন্ধ করার আবেদন জানিয়েছেন রাহুল।

Advertisement

মৌনী অমাবস্যার ‘অমৃতস্নান’ উপলক্ষে মঙ্গলবার রাত্রি দুটো নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে মহাকুম্ভে। স্নানের জন্য ঘাটে ভিড় জমিয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সেখানেই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরে পদপিষ্ট হন বহু মানুষ। দুর্ঘটনায় ৩০ থেকে ৪০ জন আহত ও ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুম্ভের অস্থায়ী হাসপাতালে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক চরম আকার নেয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে ঘটনার বিস্তারিত খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।

এদিকে মর্মান্তিক এই ঘটনায় যোগীর প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলে রাহুল অভিযোগ করেন, 'এই দুঃখজনক দুর্ঘটনার নেপথ্যে মূল কারণ অবশ্যই চরম অব্যবস্থা। সাধারণ পুণ্যার্থীদের অবহেলা করে ভিভিআইপিদের বাড়তি সুবিধা দেওয়ার জেরেই এই ঘটনা ঘটেছে।' পাশাপাশি যোগী সরকারকে বার্তা দিয়ে তিনি বলেন, 'মহাকুম্ভে এখনও অনেকদিন ধরে চলবে। একাধিক মহাস্নান এখনও বাকি। যে ঘটনা ঘটেছে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা উচিত। ভিভিআইপি সংস্কৃতিতে লাগাম টেনে সাধারণ পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা প্রয়োজন।' এছাড়াও কংগ্রেস নেতা-কর্মীদের উদ্দেশে রাহুলে বার্তা, তাঁরা যেন স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়ান ও সাহায্যের হাত বাড়িয়ে দেন।

অবশ্য রাহুল গান্ধী যোগী সরকারের বিরুদ্ধে ভিভিআইপি সংস্কৃতির অভিযোগ তুললেও, মহাকুম্ভে এই ঘটনা প্রথমবার নয়। কুম্ভের অতীত ইতিহাস বলছে, এই ভিভিআইপি সংস্কৃতির জন্য বারবার মর্মান্তিক দুর্ঘটনা দেখেছে কুম্ভমেলা। ১৯৮৬ সালে কংগ্রেস জমানায় হরিদ্বারে কুম্ভে যোগ দিতে এসেছিলেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কংগ্রেসের বীর বাহাদুর সিং। তাঁর সঙ্গে ছিলেন আরও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাংসদরা। ভিভিআইপিদের সুবিধা দিতে ব্যাপক কড়াকড়ি ছিল নদীর পাড়ে। যা ক্রমেই অধৈর্য করে তোলে আমজনতাকে। পুণ্যার্থীদের ঠেলাঠেলিতে শেষপর্যন্ত ঘটে যায় দুর্ঘটনা। প্রাণ হারান প্রায় ২০০ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহাকুম্ভে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় যোগীর প্রশাসনকে নিশানায় নিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
  • রাহুলের অভিযোগ, ভিভিআইপিদের সুবিধা দিতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের অবহেলা করেছে যোগীর প্রশাসন।
  • মহাকুম্ভে ভিভিআইপি সংস্কৃতি বন্ধ করার বার্তা রাহুলের।
Advertisement