shono
Advertisement
Sanchar Saathi App

'সঞ্চার সাথী' ইস্যুতে আরও পিছু হটল কেন্দ্র, মোবাইলে থাকবেই না 'নয়া পেগাসাস'

কোনও গ্রাহক চাইলে নিজে থেকে ইনস্টল করবেন।
Published By: Subhajit MandalPosted: 03:30 PM Dec 03, 2025Updated: 04:39 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্চার সাথী (Sanchar Saathi) ইস্যুতে এবার আরও পিছু হটল কেন্দ্র। একদিন আগেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়ে দিয়েছিলেন, ওই অ্যাপ ফোনে প্রি ইনস্টল করা থাকবে কিন্তু সেটা ফোনে রাখাটা সম্পূর্ণ গ্রাহকের ইচ্ছার উপর। এবার কেন্দ্র জানিয়ে দিল, বিতর্কিত ওই অ্যাপ ফোনে প্রি ইনস্টল করাও থাকবে না। কোনও গ্রাহক চাইলে নিজে থেকে ইনস্টল করবেন আর পাঁচটা সাধারণ অ্যাপের মতো।

Advertisement

দিন দুই আগেই মৌখিকভাবে কেন্দ্র মোবাইল সংস্থাগুলিকে জানিয়ে দেয়, প্রতিটি স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে সাইবার নিরাপত্তা অ্যাপ। চাইলেও যা ডিলিট করতে পারবেন না গ্রাহকরা। বলা হয়েছে ৯০ দিনের মধ্যে যে সব স্মার্ট ফোন বাজারে নতুন করে আসবে, সমস্ত স্মার্টফোনে এই অ্যাপটি প্রি লোড করতে হবে। বর্তমানে বিশ্বের বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী এবং ব্যবহারকারী দেশগুলির মধ্যে প্রথমের দিকেই রয়েছে ভারত। স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ১.২ বিলিয়নেরও বেশি। এই সমস্ত ফোনেই বাধ্যতামূলকভাবে সরকারি অ্যাপ যুক্ত করতে চেয়েছিল কেন্দ্র।

কিন্তু ওই সঞ্চার সাথী অ্যাপ (Sanchar Saathi App) সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ্যে আসার পরই ফুঁসে ওঠে বিরোধী শিবির। বিরোধীদের দাবি সাইবার নিরাপত্তার নামে আসলে আমজনতার ফোনে নজরদারির চেষ্টা করছে মোদি সরকার! এই নতুন অ্যাপের মধ্যে পেগাসাস ‘জুজু’ দেখছে বিরোধীরা। কংগ্রেসের সাংবিধানিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলছেন, “এটাকে অসাংবিধানিক বললেও কম বলা হয়। এভাবে বিগ ব্রাদার’রা আমাদের উপর নজরদারি চালাতে পারে না।” একই সুরে সরব হয় তৃণমূল-সহ অন্য বিরোধীরাও।

শেষমেশ এই প্রবল বিরোধিতার জেরে পিছু হটল কেন্দ্র। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সঞ্চার সাথী অ্যাপের প্রি-ইনস্টলেশন বাধ্যত্যমূলক নয়। কেন্দ্র বলছে, এই নির্দেশ দেওয়া হয়েছিল নাগরিকদের মধ্যে এই অ্যাপ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশে। কিন্তু ইতিমধ্যেই ১.৪ কোটি গ্রাহক অ্যাপটি ইনস্টল করেছেন। স্রেফ গত ২৪ ঘণ্টায় ৬ লক্ষ মানুষ অ্যাপ ইনস্টল করছেন। এতেই বোঝা যাচ্ছে, এই অ্যাপে আস্থা রাখছেন গ্রাহকরা। ফলে বাধ্যতামূলকভাবে প্রি ইনস্টল করার প্রয়োজন নেই এই অ্যাপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সঞ্চার সাথী ইস্যুতে এবার আরও পিছু হটল কেন্দ্র।
  • একদিন আগেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়ে দিয়েছিলেন, ওই অ্যাপ ফোনে প্রি ইনস্টল করা থাকবে কিন্তু সেটা ফোনে রাখাটা সম্পূর্ণ গ্রাহকের ইচ্ছার উপর।
  • এবার কেন্দ্র জানিয়ে দিল, বিতর্কিত ওই অ্যাপ ফোনে প্রি ইনস্টল করাও থাকবে না।
Advertisement