shono
Advertisement
Mithun Chakraborty

কতক্ষণ পর মেসেজের উত্তর দেন প্রধানমন্ত্রী? 'সিক্রেট' ফাঁস করলেন মোদিতে 'মুগ্ধ' মিঠুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দেখার মুহূর্ত এখনও মনের মণিকোঠায় রয়েছে বলিউডের 'ডিস্কো ডান্সারের'।
Posted: 08:35 PM May 06, 2024Updated: 09:40 PM May 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার ব্যস্ততার মধ্যেও মেসেজের উত্তর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাও মাত্র ১০-১৫ মিনিটের ব্যবধানে। এমনটাই বলছেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। প্রধানমন্ত্রীর কাছ থেকে মেসেজের উত্তর পেতে সর্বোচ্চ কতক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাঁকে, নিজেই ফাঁস করলেন সেই 'গোপন' কথা।

Advertisement

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দেখার মুহূর্ত এখনও মনের মণিকোঠায় রয়েছে বলিউডের 'ডিস্কো ডান্সারের'। সেই স্মৃতিচারণা করে মিঠুন বলছেন, "প্রথম দেখার পর প্রধানমন্ত্রী নিজেই আমাকে বলেছিলেন, 'মিঠুনদা আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলার ইচ্ছে রইল।' ওই ১০ মিনিট দারুণ ছিল। শুধুমাত্র তিনি প্রধানমন্ত্রী বলে নয়, তাঁর অসামান্য ব্যবহার এবং দুর্দান্ত প্রতিক্রিয়া আমাকে মুগ্ধ করেছে। এখনও তাঁর প্রভাব আমার উপর রয়েছে।"

[আরও পড়ুন: যত প্রয়োজন, তত সংরক্ষণ! ভোটপ্রচারে ৫০ শতাংশের সীমা ছাড়ানোর ঘোষণা রাহুলের]

মোদিতে মুগ্ধ মিঠুনের সংযোজন, "উনি ভীষণ ব্যস্ত মানুষ। সুতরাং তিনি ২-৩ দিন পর মেসেজের উত্তর দেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে আমি ওঁর উত্তর পেয়েছি। সর্বোচ্চ ২৩ মিনিট অপেক্ষা করতে হয়েছে ওঁর জবাবের জন্য।" সেই স্মৃতি তুলে ধরে তিনি জানান, সেইসময় মোদি জার্মানিতে ছিলেন। দুটি দেশের সময়ের ব্যবধান অনেকটাই। তার পরেও উনি মেসেজের উত্তর দিয়েছিলেন।

পরিশেষে পদ্মশ্রী সম্মানে সম্মানিত বলিউড তারকার দাবি, "প্রধানমন্ত্রী মোদি এমন একজন মানুষ যিনি কোনও কাজ ফেলে রাখতে পছন্দ করেন না। তিনি সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান।"

[আরও পড়ুন: ধর্ষণের মিথ্যে মামলায় ৪ বছর জেলবন্দি! যুবককে মুক্তি দিয়ে তরুণীকেই হাজতে পাঠাল আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দেখার মুহূর্ত এখনও মনের মণিকোঠায় রয়েছে বলিউডের 'ডিস্কো ডান্সারের'।
  • হাজার ব্যস্ততার মধ্যেও মেসেজের উত্তর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
  • তাও মাত্র ১০-১৫ মিনিটের ব্যবধানে।
Advertisement