আনলক ৪’এও দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৮ লক্ষ ১৮ হাজার ৫৭১ জন। মৃত্যু হয়েছে ৯২ হাজার ২৯০ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৪১ হাজার ০৫৯ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৬৬৫ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):
রাত ১১.১১: দিল্লিতে করোনা আক্রান্ত ৫০ শতাংশ ব্যক্তিই হোম আইসোলেশনে সুস্থ হয়ে গিয়েছেন, দাবি সমীক্ষায়।
রাত ১০.৫৮: অন্য জায়গা থেকে আসা ব্যক্তিদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের নিয়ম প্রত্যাহার করল চণ্ডীগড় প্রশাসন।
রাত ১০.৪৩: ঝাড়খণ্ডে আক্রান্ত আরও ১,২৬১।
রাত ১০.৩১: করোনা আক্রান্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি।
রাত ৯.৪৪: হিমাচল প্রদেশে করোনা আক্রান্ত আরও ১৭৬ জন।
রাত ৯.২০: ওড়িশার ক্রীড়ামন্ত্রী তুষারকান্তি বেহেরা করোনা আক্রান্ত। হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
রাত ৮.৫৯: জম্মু-কাশ্মীরে আক্রান্ত আরও ১,২১৮ জন।
রাত ৮.০৩: গুজরাটে আক্রান্ত আরও ১,৪৪২ জন।
সন্ধে ৭.৫৪: মহারাষ্ট্রে আক্রান্ত আরও ১৭ হাজার ৭৯৪ জন।
সন্ধে ৭.৪৯: বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ হাজার ১৯০। মৃত্যু হয়েছে ৫৯ জনের।
সন্ধে ৭.৩৫: দিল্লিতে আক্রান্ত আরও ৩,৮২৭ জন।
সন্ধে ৭.৩৩: উত্তরাখণ্ডে আক্রান্ত আরও ৯২৮ জন।
সন্ধে ৭.০৩: চণ্ডীগড়ে নতুন করে আক্রান্ত ২৪৪ জন।
সন্ধে ৬.৫৩: অন্ধ্রপ্রদেশে আক্রান্ত আরও ৭ হাজার ৭৩ জন।
সন্ধে ৬.৪২: পুদুচেরিতে মোট করোনা আক্রান্ত ২৫,৪৮৯ জন।
সন্ধে ৬.৪১: মণিপুরে আক্রান্ত আরও ২৫৪ জন।
সন্ধে ৬.৩৭: রাজস্থানে আক্রান্ত আরও ২ হাজার ১০ জন।
সন্ধে ৬.৩০: তামিলনাড়ুতে আক্রান্ত আরও ৫,৬৭৯ জন।
সন্ধে ৬.২৮: দিল্লির উপ মু্খ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার প্লাজমা থেরাপি করা হবে।
সন্ধে ৬: মহারাষ্ট্রে ফের আক্রান্ত ২৮১ জন পুলিশকর্মী। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের।
বিকেল ৫.২০: গত ২৪ ঘণ্টায় মিজোরামে আক্রান্ত হলেন ১৮৩ জন।
বিকেল ৫: বিহারে ফের আক্রান্ত ১৬৩২ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩১৯।
বিকেল ৪.৪০: শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার জন্যেই করোনা আবহে বাদল অধিবেশন করতে পারল ভারত। বলছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
বিকেল ৪.১০: শুক্রবার ক্লাস সিক্স থেকে নাইন ও ইলেভেন পর্যন্ত দ্বিতীয় দফার অনলাইনে ভরতির প্রক্রিয়া চালু করল দিল্লি সরকার। ভরতির শেষ তারিখ ৩ অক্টোবর।
দুপুর ৩.৩০: অন্য রাজ্য থেকে যাঁরা অসমে আসছেন তাঁদের আরটি-পিসিআর টেস্টের রেজাল্ট বের হতে ২৪ ঘণ্টা সময় লাগছে। তাই তাঁদের কোয়ারেন্টাইনে থাকার সময়সীমা ১০দিন থেকে ২৪ ঘণ্টা কমানো হচ্ছে। তবে যাঁরা সুস্থ হয়েছেন তাঁদের অসমে প্রবেশ করার সময় টেস্ট করার বা কোয়ারেন্টাইনে থাকার দরকার নেই বলে জানালেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
দুপুর ২.৩০:লকডাউনে বাতিল হওয়া বিমানের ভাড়া ফেরতের মামলার রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।
দুপুর ১.৩০: রেকর্ড গড়ে দেশজুড়ে একদিনে পরীক্ষা হল ১৪ লক্ষ ৯২ হাজার ৪০৯টি নমুনা।
দুপুর ১২.৫০: বিহার নির্বাচনের জন্য ৭ লক্ষ স্যানিটাইজার ইউনিট, ৪৬ লক্ষ মাস্ক, ৬ লক্ষ পিপিই কিট, ৬.৭ লক্ষ ফেসশিল্ড ও ২৩ লক্ষ হ্যান্ড গ্লাভসের ব্যবস্থা করা হচ্ছে।
দুপুর ১২.৪০: আক্রান্ত ভোটাররা বিহার নির্বাচনের শেষদিনে নিজেদের কেন্দ্রে ভোট দিতে পারবেন বলে জানাল জাতীয় নির্বাচন কমিশন।
দুপুর ১২.২০: নেগেটিভ হল অর্জুন রামপালের নমুনা পরীক্ষার ফল।
দুপুর ১২টা: লাদাখে নতুন করে আক্রান্ত ৩৬ জন। মারা গিয়েছেন তিন জন।
দুপুর ১১.১০:অক্টোবরে লখনউ ও গোরক্ষপুরে শুরু হবে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের ফেজ থ্রি-র ট্রায়াল।
সকাল ১০.৩০: অক্সফোর্ডের ফেজ-থ্রি ট্রায়াল থেকে বাতিল সাত জন স্বেচ্ছাসেবক।
সকাল ৯.৩৫: গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হলেন ৮৬ হাজার ৫২ জন। মৃত্যু হয়েছে ১,১৪১ জনের।
সকাল ৯: দেশজুড়ে একদিনে পরীক্ষা হল ১৩ লক্ষ ৮০ হাজার নমুনা।
সকাল ৮.৪০: আক্রান্ত রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সকাল ৮.২০: আক্রান্ত হলেন তিহার জেলের ডিরেক্টর জেনারেল (প্রিজন) সন্দীপ গোয়েল।
সকাল ৮টা: বিশ্বজুড়ে আক্রান্ত ৩ কোটি ২৪ লক্ষ ১০ হাজার ৪৪৬। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৮৭ হাজার জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৩৯ লক্ষ ২৫ হাজার ৫৮ জন।
The post দিল্লিতে হোম আইসোলেশনে থাকা ৫০% কোভিড রোগীই সুস্থ, সমীক্ষায় মিলল নয়া তথ্য appeared first on Sangbad Pratidin.