সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ২০ দিনের লড়াই শেষ। সোমবার সকাল ৮টা ১৬ মিনিটে গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। দেশীয় রাজনীতিতে ‘নেতাজি’ নামে পরিচিত তিনি। সোমবার সকালেই এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। মুলায়ম-পুত্র অখিলেশ যাদব দলের তরফে টুইটবার্তায় এই খবর জানিয়েছেন।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। যোগী নিজে বিবৃতি দিয়ে মুলায়মের ভূমিকার কথা উল্লেখ করেছেন। শোক ও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুলায়মের শেষকৃত্য সম্পন্ন করা হবে।
সপ্তাহ শুরুর সকালে আলোর গতিতে গোটা দেশে ছড়িয়ে পড়ে দুঃসংবাদ। ভারতীয় রাজনীতির ‘নেতাজি’ আর নেই। খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে যাওয়ার তোড়জোড় শুরু করেন। এই হাসপাতালেই ২০ দিন ধরে ভরতি ছিলেন মুলায়ম। সেখানে মুলায়মের মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
প্রধানমন্ত্রী মোদি (PM Modi) টুইট করে সমাজবাদী পার্টির সুপ্রিমোর দীর্ঘদিনের সম্পর্কের কথা প্রকাশ করেন। একসময় দু’জনেই ছিলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সময় থেকে তাঁদের আলাপ এবং বন্ধুত্ব। তাঁর মতামত কতখানি গ্রহণযোগ্য ছিল, সে বিষয়ে বিশদে জানান মোদি। আজ তাঁর সেই ‘বন্ধু’র প্রয়াণ সংবাদ পেয়ে তাঁর হৃদয় শোকস্তব্ধ। টুইটে এমনটাই লিখেছেন মোদি। মুলায়মের চলে যাওয়া দেশের এক বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন।
[আরও পড়ুন: লড়াই শেষ, প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব]
শুধু তিনিই নন, মোদি সরকারের অন্যান্য মন্ত্রীরাও শোকপ্রকাশ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার মুলায়মের গ্রামের বাড়িতে যাবেন, শেষকৃত্যে যোগ দেবেন বলে জানা গিয়েছে। সমাজবাদী পার্টির প্রয়াত সুপ্রিমোকে টুইটে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
তৃণমূলের তরফে সৌগত রায়, সুখেন্দুশেখর রায়রা শোকপ্রকাশ করেছেন। মুলায়মের মতো বড় নেতার চলে যাওয়া রাজনৈতিক মহলের বড় ক্ষতি বলে মনে করছেন তাঁরা।