shono
Advertisement
Priyanka Gandhi

'বাবা উত্তরাধিকার হিসেবে শহিদ হওয়ার গৌরব পেয়েছিলেন, সম্পদ নয়', মোদিকে তোপ প্রিয়াঙ্কার

'এই অনুভূতি মোদি কোনওদিন বুঝতে পারবেন না', কটাক্ষ কংগ্রেস নেত্রীর।
Posted: 09:37 PM May 02, 2024Updated: 09:37 PM May 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাধিকার কর (Inheritance Law) প্রসঙ্গে কংগ্রেস-বিজেপি বিতর্কে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। ইন্দিরার সম্পত্তি পেতে উত্তরাধিকার কর তুলে দেন রাজীব গান্ধী, এমনই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু এবার তাঁকে 'জবাব' দিলেন রাজীবকন্যা প্রিয়াঙ্কা। জানালেন, ''আমার বাবা উত্তরাধিকার সূত্রে সম্পদ পাননি, শহিদ হয়েছিলেন।''

Advertisement

তাঁকে বলতে শোনা যায়, ''যখন মোদিজি আমার বাবাকে বিশ্বাসঘাতক বলেন, দাবি করেন মায়ের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়ার জন্য একটি আইনে বদল এনেছিলেন, তিনি বুঝতেই পারে না আমার বাবা কোনও সম্পদ পাননি। পেয়েছিলেন শহিদ হওয়ার গৌরব। এ এমন এক অনুভূতি যা নরেন্দ্র মোদি কোনওদিন বুঝতে পারবেন না।''

[আরও পড়ুন: রাহুলের প্রশংসা পাক নেতার! ‘শাহাজাদাকে প্রধানমন্ত্রী করতে মরিয়া পাকিস্তান’, খোঁচা মোদির]

উল্লেখ্য, মোদির অভিযোগ, কংগ্রেস নতুন করে এই কর চালু করতে চায়। যখন ইন্দিরা গান্ধী মারা যান, সেই সম্পত্তি তাঁর সন্তানকে দেওয়া হয়। কিন্তু আগে যে আইন ছিল তাতে, সেই সম্পত্তির অংশ সরকারেরও প্রাপ্য থাকত। কিন্তু রাজীব গান্ধী (Rajiv Gandhi) এই কর তুলে দিয়েছিলেন ইন্দিরার সম্পত্তি পেতে। এবার সেই করই তারা ফের চালু করতে চাইছে। প্রধানমন্ত্রীর সেই অভিযোগকে আগেই ধূলিসাৎ করেছে কংগ্রেস। তাদের দাবি, মিথ্যে ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সত্যি থেকে মানুষের মন ঘোরাতেই এমন করছেন তিনি। শতাব্দীপ্রাচীন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের অভিযোগ, মোদি ‘অসত্যমেব জয়তে’র প্রতীক। এবার তাঁকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi)।

[আরও পড়ুন: চাপ বাড়ল আপের, দিল্লি মহিলা কমিশনের ২২৩ কর্মীকে ছাঁটাই লেফ্টেন্যান্ট গভার্নরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরাধিকার কর প্রসঙ্গে কংগ্রেস-বিজেপি বিতর্কে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
  • ইন্দিরার সম্পত্তি পেতে উত্তরাধিকার কর তুলে দেন রাজীব গান্ধী, এমনই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি।
  • এবার তাঁকে 'জবাব' দিলেন রাজীবকন্যা প্রিয়াঙ্কা। জানালেন, ''আমার বাবা উত্তরাধিকার সূত্রে সম্পদ পাননি, শহিদ হয়েছিলেন।''
Advertisement