shono
Advertisement
Nitin Nabin

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সভাপতি নির্বাচিত নীতীন নবীন, কাল থেকেই দায়িত্বে

আগামী ২০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দলের রাশ হাতে নিতে চলেছেন নীতীন। মঙ্গলবার সকাল ১১.৩০ টায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেবেন নয়া সভাপতি।
Published By: Amit Kumar DasPosted: 08:47 PM Jan 19, 2026Updated: 09:20 PM Jan 19, 2026

বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন নীতীন নবীন। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে জয়ী হয়েছেন বিহারের নীতীশ কুমারের মন্ত্রিসভার এই সদস্য। জানা যাচ্ছে, আগামী ২০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দলের রাশ হাতে নিতে চলেছেন ৪৫ বছর বয়সি নীতীন। মঙ্গলবার সকাল ১১.৩০ টায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নেবেন নয়া সভাপতি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

Advertisement

২০২০ সাল থেকে বিজেপি সভাপতির হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জেপি নাড্ডা। মোদির মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। নাড্ডার মেয়াদ শেষের ঠিক আগেই গত ডিসেম্বর মাসে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয় নীতীনকে। তখনই অনুমান করা হচ্ছিল তাঁর হাতেই উঠছে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব। সূত্রের খবর, সেইমতো এই পদে নীতীনের নাম প্রস্তাব করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই সোমবার রাজ্য সভাপতিদের মনোনয়নের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নীতীন।

এই বিষয়ে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে বিজেপির জাতীয় রিটার্নিং অফিসার কে লক্ষ্মণের তরফে। যেখানে বলা হয়েছে, ৩৬টি রাজ্যের মধ্যে নির্বাচিত ৩০ জন সভাপতির পাশাপাশি মোট ৩৭টি মনোনয়ন জমা পড়েছে নীতীনের পক্ষে। সমস্ত মনোনয়নপত্রই বৈধ ছিল। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর আমি ঘোষণা করছি বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নীতীন নবীন।

উল্লেখ্য, বর্তমানে বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতীন নবীন। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর আসনে প্রার্থী হয়েছিলেন নীতীন। আরজেডির প্রার্থী রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারান তিনি। নীতীশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় নীতীন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement