shono
Advertisement
Rohith Vemula

দলিত ছিলেন না রোহিত ভেমুলা! বিজেপি নেতাদের রেহাই দিয়ে রিপোর্ট জমা পুলিশের

নিম্ন আদালতে যেতে পারে রোহিতের পরিবার।
Posted: 09:19 PM May 03, 2024Updated: 09:19 PM May 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলিত ছিলেন না রোহিত ভেমুলা। আসল পরিচয় ফাঁস হওয়ার ভয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। এমনটাই দাবি করল তেলেঙ্গানার পুলিশ। কংগ্রেসশাসিত রাজ্যে 'ক্লোজ' করে দেওয়া হল রোহিতের মৃত্যুর ঘটনার ফাইল। সেই সঙ্গেই ক্লিনচিট দেওয়া হয়েছে অভিযুক্ত বিজেপি নেতা ও অন্যান্যদের। এদিকে রোহিতের ভাইয়ের দাবি, পুলিশের দাবি অযৌক্তিক।

Advertisement

২০১৬ সালের ১৭ জানুয়ারি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রোহিত ভেমুলা (Rohith Vemula)। আত্মহত্যার ঠিক দিন বারো আগে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল রোহিত-সহ পাঁচ গবেষককে। এই ঘটনার পরই গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ ওঠে, জাতপাতের ভেদাভেদের শিকার হতে হয়েছে রোহিতকে। অবশেষে এদিন 'ক্লোজ' হয়ে গেল এই সংক্রান্ত মামলা। শুক্রবার তেলেঙ্গানা হাই কোর্টে রাজ্য পুলিশের তরফে জমা দেওয়া হল রিপোর্ট।

[আরও পড়ুন: বৈশাখের দহনজ্বালায় মিষ্টি প্রেমের সুবাস আনল মিমি-আবিরের ‘আলাপ’, পড়ুন রিভিউ]

ঠিক কী বলা হয়েছে রিপোর্টে? পুলিশের দাবি, রোহিত ভেমুলা দলিত ছিলেন না। তাঁর পরিবারের যে জাতিগত শংসাপত্র ছিল, তা আসলে জাল। উপযুক্ত প্রমাণের অভাবে তদন্ত বন্ধ করা হচ্ছে। এই পরিস্থিতিতে রোহিতের ভাই রাজা জানিয়েছেন, পুলিশের রিপোর্ট অযৌক্তিক। এই রিপোর্ট নিয়ে তিনি কী প্রতিক্রিয়া দেবেন সেটাই বুঝে উঠতে পারছেন না বলে দাবি তাঁর।
রোহিতের পরিবার এর পর কী করবে তা এখনও জানা যায়নি। তবে তারা নিম্ন আদালতে আবেদন করতেই পারে। সেই পথ খোলা আছে। কিন্তু রোহিত ভেমুলার ভাই কিংবা পরিবারের অন্য কোনও সদস্য এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

[আরও পড়ুন: ‘অসুর’-এর ঘাড়ে কোপ ‘মা কালী’র, কানপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দলিত ছিলেন না রোহিত ভেমুলা। আসল পরিচয় ফাঁস হওয়ার ভয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। এমনটাই দাবি করল তেলেঙ্গানার পুলিশ।
  • কংগ্রেসশাসিত রাজ্যে 'ক্লোজ' করে দেওয়া হল রোহিতের মৃত্যুর ঘটনার ফাইল।
  • সেই রিপোর্ট জমা দেওয়া হল হাই কোর্টে।
Advertisement