সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআরের কাজের চাপে এবার যোগীরাজ্যেও নাজেহাল বিএলও! বুথ স্তরের আধিকারিকের (বিএলও) পদ থেকে ইস্তফা দিলেন নয়ডার স্কুল শিক্ষিকা। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, এসআইআরের কাজ এবং শিক্ষকতা - একসঙ্গে দু’টি চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। যার ফলে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
শিক্ষিকার নাম পিংকি সিং। নয়ডার সেক্টর ৯৪-এ একটি স্কুলে তিনি কর্মরত। পাশাপাশি, তিনি সেক্টর ৩৩ অঞ্চলের একজন দায়িত্বপ্রাপ্ত বিএলও ছিলেন। সম্প্রতি তিনি সেই পদ থেকে ইস্তফা দেন। তাঁর পদত্যাগপত্রটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আর এই চাপ সহ্য করতে পারছি না। তাই বিএলওর পদ থেকে ইস্তফা দিচ্ছি। শিক্ষকতা এবং এসআইআরের কাজ একসঙ্গে দু’টি চালিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না।’
এসআইআরের কাজের চাপ নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ করছেন বহু বিএলও। শুধু তাই নয়, অনেক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন। এমনকী এসআইআরের কাজের চাপে বাংলা, গুজরাট, মধ্যপ্রদেশ-সহ বেশ কিছু রাজ্যে মৃত্যুও হচ্ছে অনেকের। এই পরিস্থিতিতে একই অভিযোগ তুলে এবার ইস্তফা দিলেন এক বিএলও।
