shono
Advertisement
PM Narendra Modi

'জঙ্গি হামলা যুদ্ধের শামিল', বলেছিলেন মোদি, রাজধানী রক্তাক্ত হতে কী বলছেন প্রধানমন্ত্রী?

ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও কথা বলেছেন তিনি।
Published By: Sulaya SinghaPosted: 10:24 PM Nov 10, 2025Updated: 01:17 AM Nov 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি মৃতদের পরিজনদের প্রতি দুঃখপ্রকাশ করে লেখেন, “আজ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।” এনিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও কথা বলেছেন তিনি।

Advertisement

সোমবার সন্ধ্যে ৬টা ৫২ মিনিট নাগাদ লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। তারপরই সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে আগুন। মেট্রোর সামনেই ছিল জৈন মন্দির এবং উমাশঙ্কর মন্দির। সন্ধ্যায় সেখানে বহু মানুষ এসেছিলেন। শুধু তাই নয়, ব্যস্ত সময়ে মেট্রোর গেটের কাছেও বহু মানুষের জমায়েত ছিল। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং একাধিক অ্যাম্বুল্যান্স। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। নাশকতার দিকটি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। আহতদের উদ্ধার করে লোকনায়ক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, জঙ্গি হামলা যুদ্ধের শামিল। তবে দিল্লি বিস্ফোরণের ঘটনায় জঙ্গিযোগের বিষয়টি এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটাই দেখার।

এদিন রাতে বিস্ফোরণস্থলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তদন্তকারীদের সঙ্গে তিনি কিছু সময় কথাও বলেন। পরে তিনি বলেন, “কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। সিসিটভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে। সবদিকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে।” পরে তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে যান। পরিস্থিতি খতিয়ে দেখেন।

বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, যে গাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটির মডেল হুন্ডাই আই ১০। পরে জানা যায়, ওই গাড়ির মালিককে ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম নাদিম খান। প্রসঙ্গত, সোমবারই হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার হয়েছে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক। তারপরই রাজধানীতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement