shono
Advertisement

পিছনে বাইডেন, জনসন! বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা Narendra Modi, বলছে মার্কিন সমীক্ষা

প্যারালিম্পিকে ভারতের সাফল্য বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা।
Posted: 11:38 AM Sep 05, 2021Updated: 11:39 AM Sep 05, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৭০ শতাংশ সমর্থন নিয়ে মোদি পিছনে ফেলেছেন জো বাইডেন, অ‌্যাঞ্জেলা মর্কেল, বরিস জনসন, জায়ের বলসোনারো, ম‌্যাক্রোর মতো রাষ্ট্রনেতাদের। সমীক্ষাটি চালিয়েছে মার্কিন সংস্থা ‘মর্নিং কলসাল্ট’। কয়েকশো কোটি ডলারের এই সংস্থাটি তথ‌্য বিশ্লেষণের কাজ করে। প্রতি সপ্তাহে এরা বিশ্বের ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের জনপ্রিয়তাও পরিমাপ করে। শনিবার তারা তাদের সমীক্ষার যে ফল প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, এই সপ্তাহে জনপ্রিয়তার নিরিখে বিশ্বে এক নম্বর ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: Syed Ali Shah Geelani: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার মৃতদেহ মোড়া পাকিস্তানের পতাকায়! দায়ের FIR]

জনপ্রিয়তার নিরিখে মোদির পরই রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ ও’ব্র‌্যাডর। মোদিকে ৭০ শতাংশ মানুষ সমর্থন করেন। দু’নম্বরে থাকা লোপেজের প্রতি সমর্থন ৬৪ শতাংশ। তিন নম্বরে রয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। চতুর্থ স্থানে জার্মানির চ‌্যান্সেলর অ‌্যাঞ্জেলা মর্কেল। তাঁর প্রতি ৫২ শতাশ মানুষের সমর্থন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ৪৮ শতাংশ মানুষের সমর্থন নিয়ে নেমে গিয়েছেন পঞ্চম স্থানে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত‌্যাহারের সিদ্ধান্তই যে বাইডেনের জনসমর্থন কমিয়ে দিয়েছে, তা নিয়ে কোনও সংশয় নেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও পঞ্চম স্থানে রয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৪৫ শতাংশ সমর্থন নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Jhonson) ৪১ শতাংশ সমর্থন নিয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো মাত্র ৩৯ শতাংশ সমর্থন নিয়ে আছেন অষ্টম স্থানে।

[আরও পড়ুন: Coronavirus: ফের ৪০ হাজারের উপরে দেশের দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ কেস]

এই সমীক্ষায় ৭০ শতাংশ সমর্থন পাওয়া মানে ধরে নেওয়া হয়, বিশ্বব‌্যাপী ৭০ শতাংশ মানুষ মোদির সরকারের নীতিগুলোকে সমর্থন করছে। হঠাৎ কীভাবে বিশ্বে মোদির এইভাবে জনপ্রিয়তা বাড়ল? তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমীক্ষক সংস্থার পক্ষে জানানো হয়েছে, প‌্যারালিম্পিকে (Tokyo Paralympics) ভারতীয় ক্রীড়াবিদদের সাফল‌্য এবং এই সাফল্যের পাশে যেভাবে মোদি সরকার দাঁড়াচ্ছে, তা হঠাৎই ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement