shono
Advertisement
Vande Mataram

'ভারতের একতার প্রতীক', বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তিতে দেশবাসীকে 'মন্ত্র' মোদির

বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে একবছরব্যাপী উদযাপন হবে গোটা দেশে।
Published By: Anwesha AdhikaryPosted: 12:45 PM Nov 07, 2025Updated: 12:56 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি। সেই বিশেষ দিনে একগুচ্ছ পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে একবছরব্যাপী উদযাপন হবে বলে ঘোষণা করলেন তিনি। সেই জন্য বিশেষ পোর্টাল তৈরি হয়েছে। বিশেষ স্ট্যাম্প এবং কয়েনও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ দিনে দেশবাসীকে তাঁর বার্তা, বন্দে মাতরমের প্রতিটি শব্দ ভারতকে বিশ্বাস যোগায় যে কোনও কিছুই অসাধ্য নয়।

Advertisement

শুক্রবার ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম থেকে বন্দে মাতরমের স্মারক স্ট্যাম্প এবং কয়েন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সূচনা করেন বন্দে মাতরম বিশেষ পোর্টালেরও। সকলের সঙ্গে গলা মিলিয়ে বন্দে মাতরম পুরো গানটি গেয়েছেন মোদি। আগামী একবছর ধরে পালিত হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়র রচিত এই গানের সার্ধশতবর্ষ। শুক্রবারের এই অনুষ্ঠানে মোদি ছাড়াও হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রমুখ। 


বিশেষ দিনে বক্তৃতা দিতে গিয়ে মোদি বলেন, "বন্দে মাতরম স্রেফ গান নয়, এটা আসলে মন্ত্র। এই গানের আবেগটাই ভারতমাতাকে ঘিরে। এই গান ভারতের মধ্যে বিশ্বাস যোগায়, আমাদের লক্ষ্য যতই কঠিন হোক না কেন, তা ভারতবাসীর পক্ষে অসাধ্য নয়। এক সুরে যখন গোটা দেশ এই গান গেয়ে ওঠে, তখন ফুটে ওঠে ভারতের ঐক্যের ছবি। একের পর এক প্রজন্মকে উদবুদ্ধ করেছে এই বন্দে মাতরম।"

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, ১৮৭৫ সালের ৭ নভেম্বর বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেকথা মাথায় রেখেই কেন্দ্রীয় ক্যাবিনেট সিদ্ধান্ত নেয় বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে দেশজুড়ে উদযাপন চলবে। আলাদা করে বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পালনের পরিকল্পনা করেছে বিজেপিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম থেকে বন্দে মাতরমের স্মারক স্ট্যাম্প এবং কয়েন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
  • বিশেষ দিনে বক্তৃতা দিতে গিয়ে মোদি বলেন, "বন্দে মাতরম স্রেফ গান নয়, এটা আসলে মন্ত্র।"
  • প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, ১৮৭৫ সালের ৭ নভেম্বর বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
Advertisement