সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল ফোনে আল কায়দা প্রধান ওসামা বিল লাদেনের ভিডিও! মহারাষ্ট্রে জঙ্গিযোগে গ্রেপ্তার তথ্যপ্রযুক্তি কর্মী। জুবের হাঙ্গারগেকার নামের ওই ব্যক্তিকে জেরা করতেই উঠে এল ভয়ংকর তথ্য। দিল্লি বিস্ফোরণের তদন্তে মহারাষ্ট্রের বুকে লুকিয়ে থাক আল কায়দা 'স্লিপার সেলে'র সন্ধান পান গোয়েন্দারা।
পুলিশ সূত্রে খবর, ২৭ অক্টোবর বছর সাঁয়ত্রিশের জুবেরকে গ্রেপ্তার করে এটিএস। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল-কায়দার সঙ্গে তাঁর যোগসাজশের অভিযোগ ওঠে। তাঁকে জেরা করেই আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এটিএস। জানা যাচ্ছে, মঙ্গলবার পুণের এক ব্যক্তি এবং থানের এক শিক্ষককে পাকড়াও করা হয়। তাঁদের সঙ্গে কবে, কোথায়, কীভাবে জুবেরের সাক্ষাৎ হয়েছিল, সেখানে কী কথা হয়, সেসমস্ত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, দিন দশেক আগে জুবেরের বাড়িতে তল্লাশি চালানোর সময়ে একটি মোবাইল ফোন পাওয়া যায়। বাজেয়াপ্ত ফোনে পাঁচটি আন্তর্জাতিক নম্বর পাওয়া গিয়েছে। এর মধ্যে একটি নম্বর পাকিস্তানের। তদন্তকারীদের কথায়, ফোন থেকে বেশ কিছু জিনিস মুছে ফেলা হয়েছে। তবে তা উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে রয়েছে আল কায়দা সংক্রান্ত নথি এবং উর্দুতে লাদেনের ভাষণ। পাশাপাশি, 'ইন্সপায়ার' নামে একটি পত্রিকাও পাওয়া যায়। সেখানে একে-৪৭ চালানোর পদ্ধতি, অ্যাসিটোন পারোক্সাইড ব্যবহার করে আইইডি বোমা তৈরির পদ্ধতির বিস্তারিত বিবরণ রয়েছে।
এটিএস জনিয়েছে, আপাতদৃষ্টিতে এই গ্রেপ্তারিগুলোর সঙ্গে দিল্লি বিস্ফোরণের সেই অর্থে কোনও যোগ নেই। তবে রাজধানীতে নাশকতার সঙ্গে মহারাষ্ট্রের কোনও যোগসূত্র আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
