সোমনাথ রায়, আহমেদাবাদ: হাওয়া অফিস বলছে বুধবার আহমেদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি। চৈত্রের এই কাঠফাটা গরমের মধ্যেই মঙ্গলবার থেকে গুজরাটের আহমেদাবাদে শুরু হল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা এআইসিসির কর্মসমিতির বৈঠক। দেশজুড়ে কংগ্রেসের নিম্নমুখী সূচকে কিছুটা উত্থান ঘটাতে এই বৈঠককে হাতিয়ার করেছে হাত শিবির। সেখানেই দেখা গেল ভিন্ন ছবি। কাঠফাটা গরমে খোলা আকাশের নিচে কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের সময় সোনিয়ার মাথা থেকে ছাতা সরালেন রাহুল গান্ধী। বিতর্ক এড়িয়ে যেন বার্তা দিলেন, গান্ধী পরিবারের সদস্যরা কোনও ভিনগ্রহের প্রাণী নয়। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের ঘরের লোক। ছাতা সরিয়ে বাকিদের সঙ্গেই ঠাঁ ঠাঁ রোদ্দুরে দাঁড়িয়ে দলীয় কর্মসূচি করলেন ৭৮ বছর বয়সি অসুস্থ সোনিয়া।

এআইসিসির কর্মসমিতির বৈঠকের এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। যেখানে দেখা যাচ্ছে, বৈঠক শুরুর আগে দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে কংগ্রেসের পতাকা উত্তোলন করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর মতো শীর্ষ নেতৃত্বরা। সভাপতি খাড়গে পতাকা উত্তোলনের পর শুরু হয় দলীয় সঙ্গীত। তখনই দেখা যায়, প্রচণ্ড গরম ও রোদের মাঝে অসুস্থ সোনিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর এক নিরাপত্তারক্ষী তড়িঘড়ি ছাতা নিয়ে এসে তাঁর মাথার উপর ধরেন। কয়েক মুহূর্তের মধ্যেই ভিড়ের ফাঁক গলে সেখানে উপস্থিত হন রাহুল। নিরাপত্তারক্ষীকে বলেন ছাতা সরিয়ে নেওয়ার। এই ঘটনায় বিভ্রান্ত হয়ে ছাতা বন্ধ করে দেন নিরাপত্তারক্ষী। দলীয় সঙ্গীতের পর জাতীয় সঙ্গীত-সহ বেশকিছু কর্মসূচি চলে ওই রোদের মধ্যেই। এই দীর্ঘ সময় বাকিদের সঙ্গেই ওই রোদের মধ্যে টানা দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসুস্থ সোনিয়াকে।
এই ঘটনায় রাজনৈতিক মহলের দাবি, আসলে একের পর এক নির্বাচনে ব্যাপক রক্তক্ষরণের পর ভাবমূর্তি ঠিক করতে শুরু করেছে গান্ধী পরিবার। অসুস্থ অবস্থাতেও এই কর্মসূচিতে যোগ দিয়েছেন সোনিয়া। সেখানে বাকিদের এড়িয়ে একা সোনিয়ার মাথার ছাতা বিতর্ক তৈরি করতে পারে। তাই বিতর্ক এড়াতেই তড়িঘড়ি এই পদক্ষেপ নেন রাহুলের। আসলে এর আগেও রাহুলের মাথায় নিরাপত্তারক্ষীদের ছাতা ধরা নিয়ে বিতর্ক করেছে বিজেপি। সেই বিতর্ক শুরুর আগেই এবার পাশ কাটালেন রাহুল। তবে আহমেদাবাদে বৈঠকের পাশাপাশি মায়ের শারীরিক অবস্থার দিকেও কড়া নজর রাহুলের। গতকাল বৈঠক শেষের পর মায়ের যাতে অসুবিধা না হয় তার জন্য নিজে ভিড় সরিয়ে সোনিয়ার কাছে গাড়ি আনার ব্যবস্থা করেছিলেন রাহুল। তবে এভাবে ছাতা সরিয়ে নেওয়ায় রাহুলের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ তুলছেন অনেকেই।
উল্লেখ্য, গত বছর দুয়েক ধরে শারীরিকভাবে বেশ অসুস্থ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাঁকে। দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে তাঁকে। যদিও অসুস্থতার মধ্যেই রাজনৈতিক ভাবে সক্রিয় থাকতে দেখা গিয়েছে ৭৮ বছর বয়সি সোনিয়াকে। আহমেদাবাদে হওয়া এআইসিসির কর্মসমিতির বৈঠকেও যোগ দিয়েছেন তিনি।