shono
Advertisement

Breaking News

Rahul Gandhi

পুতিনের সফরে নেই বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাতপর্ব! 'প্রথা ভাঙছে মোদি সরকার', তোপ রাহুল গান্ধীর

Rahul Gandhi slams Modi govt: রাহুলের অভিযোগ, পরিকল্পিতভাবে দূরে রাখছে সরকার।
Published By: Anustup Roy BarmanPosted: 02:00 PM Dec 04, 2025Updated: 03:15 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পৌঁছবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবং অপারেশন সিঁদুরের পরে পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নৈশভোজেরও কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের। এই অবস্থায় ফের সর্বসমক্ষে নিজের উষ্মা প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পুতিনের সূচিতে বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক নেই। যদিও, এর আগে অন্যান্য প্রধানমন্ত্রীর সময় এই রীতি পালন হয়েছে। এই নিয়েই মুখ খুলেছেন তিনি।

Advertisement

কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার অভিযোগ করেছেন, বিদেশী নেতাদের ভারত সফর থেকে বিরোধী নেতাদের পরিকল্পিতভাবে দূরে রাখছে সরকার। তাঁর দাবি, যে রীতি পূর্ববর্তী সব সরকার সম্মান করত, মোদি জমানায় তার কোনও গুরুত্ব নেই। সংসদের বাইরে রাহুল গান্ধী বলেন, 'বাজপেয়ীজি এবং মনমোহন সিংজির সরকারের সময়ও এটা হয়েছে। এটা একটা ঐতিহ্য। কিন্তু আজকাল, যখন বিদেশী বিশিষ্ট ব্যক্তিরা আসেন বা আমি যখন বিদেশ ভ্রমণ করি, তখন সরকার তাদেরকে বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করার পরামর্শ দেয়। শুধু সরকার নয় আমরাও ভারতের প্রতিনিধিত্ব করি।"

রাহুল গান্ধীর অভিযোগ, প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রক নির্দিষ্টভাবে বিদেশি প্রতিনিধিদেরকে দেশের বিরোধী দলের কাছ থেকে দূরে সরিয়ে রাখেন। তিনি বলেন সরকার চায়না বিরোধী দলগুলি সরকারের দৃষ্টিভঙ্গির থেকে আলাদা কোনও দৃষ্টিভঙ্গি তাঁদের সামনে উপস্থাপন করুক।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন পুতিন। এদিন রাতেই মোদির সঙ্গে নৈশভোজের কথা তাঁর। ২০২৪ সালের জুলাই মাসে একইভাবে মোদির রুশ সফরের প্রথম দিন রাতে নৈশভোজের ব্যবস্থা করেছিলেন পুতিন। নৈশভোজে গুরুত্বপূর্ণ বিষয়গুলির বদলে হালকা চালে সম্পন্ন হবে বলেই জানা গিয়েছে। পরদিন অর্থাৎ শুক্রবার থেকে অনুষ্ঠানিক ভাবে বৈঠক এবং সভায় অংশ নেবেন পুতিন। তার আগে শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন। এরপর ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট। রাজধানীর হায়দরাবাদে হাউসে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সন্ধ্যায় ভারতে পৌঁছবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
  • উষ্মা প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
  • পুতিনের সূচিতে বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক নেই।
Advertisement