shono
Advertisement
Ramdev

'মোদি-শাহকে তো হারানোর ক্ষমতা নেই', RSS-এর উপর 'নিষেধাজ্ঞা' নিয়ে খাড়গেকে তোপ রামদেবের

বিহার নির্বাচনে এনডিএ-র জয়ের ভবিষ্যদ্বাণী রামদেবের।
Published By: Amit Kumar DasPosted: 03:47 PM Nov 02, 2025Updated: 04:39 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার সেই ইস্যুতে কংগ্রেস তথা খাড়গেকে একহাত নিলেন যোগগুরু বাবা রামদেব। তাঁর কটাক্ষ, 'মোদি-শাহকে তো হারানোর ক্ষমতা নেই। তাই আরএসএসের বিরুদ্ধে এদের রাগ।' শুধু তাই নয়, বিহার নির্বাচনে এনডিএ বিপুল ভোটে জয়ী হতে চলেছে বলে ভবিষ্যদ্বাণী করলেন রামদেব।

Advertisement

সম্প্রতি সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসকে তোপ দেগে রামদেব বলেন, "এরএসএস কোনও রাজনৈতিক দল নয়। বিজেপি হল এদের একটি রাজনৈতিক শাখা। যদি আপনি লড়াই করতে চান, তবে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের সঙ্গে লড়াই করুন। তাঁদের তো আপনি হারাতে পারেন না। তাই আরএসএস সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন।" পাশাপাশি আরএসএসের প্রশংসা করে বলেন, "আমি গত দুই-তিন দশক ধরে আরএসএসকে কাছ থেকে দেখেছি। এটি সুশৃঙ্খল একটি সংগঠন অসংখ্য তপস্বী লোকেদের নিয়ে গঠিত।" খাড়গেদের তোপ দেগে তিনি আরও বলেন, "আসলে যাঁদের দৃষ্টিভঙ্গি ভারত ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে মেনে না তারাই এই ধরনের এজেন্ডা অনুসরণ করে। আর্য সমাজের মতো আরএসএসও একটি জাতীয়তাবাদী সংগঠন। এখানকার লক্ষ লক্ষ সদস্য দেশের কাজে নিয়োজিত। দেশবিরোধী, সনাতন বিরোধী শক্তিরাই নিজেদের স্বার্থপর উদ্দেশ্য চরিতার্থ করতে আরএসএস ও হিন্দুত্ববাদী শক্তির বিরোধিতা করে।"

উল্লেখ্য, গত শনিবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশের আইনশৃঙ্খলা সমস্যার জন্য আরএসএস দায়ী। এই সংগঠনকে নিষিদ্ধ করা উচিত বলে জানান তিনি। খাড়গে বলেন, "এটা আমার ব্যক্তিগত মত, এবং খোলাখুলি ভাবেই বলছি, আরএসএসকে নিষিদ্ধ করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি সর্দার বল্লভভাই প্যাটেলের মর্যাদা রাখেন তাহলে আরএসএসকে নিষিদ্ধ করাই উচিত।" খাড়গের সেই মন্তব্যের পালটা এবার তাঁকে তোপ দাগলেন বাবা রামদেব।

একইসঙ্গে বিহারে এনডিএ বিপুল ভোটে জয়ী হতে চলেছে বলে জানা রামদেব। নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, "বিহারে লড়াই কঠিন ঠিকই, তবে মোদিজির ব্যক্তিত্ব হিমালয়ের মতো উঁচু, কেউই তাঁর বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম নয়। মোদিজির ভাবমূর্তি, চরিত্র এবং তাঁর অবদান ঐশ্বরিক আশীর্বাদের মতো। তাই সব পরিস্থিতি তাঁর পক্ষেই ঝুঁকেছে। বিহারে জয় নিশ্চিত তবুও গণতান্ত্রিক প্রতিযোগিতা জরুরি। এই প্রতিযোগিতাই গণতন্ত্রকে সুন্দর করে তোলে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
  • এই ইস্যুতে কংগ্রেস তথা খাড়গেকে একহাত নিলেন যোগগুরু বাবা রামদেব।
  • রামদেবের কটাক্ষ, 'মোদি-শাহকে তো হারানোর ক্ষমতা নেই। তাই আরএসএসের বিরুদ্ধে এদের রাগ।'
Advertisement