সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তকে বেশ কিছুটা স্বস্তি দিয়ে রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার নয়া রেপো রেট ঘোষণা করেছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। যেখানে দেখা যাচ্ছে, ০.২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে রেপো রেট। যার ফলে ৬.২৫ শতাংশ থেকে কমে বর্তমান রেপো রেট দাঁড়াল ৬ শতাংশে। এই নিয়ে পর পর দুই দফায় কমল রেপো রেট।

প্রসঙ্গত, গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। গভর্নর পদ থেকে শক্তিকান্ত দাস অবসর নেওয়ার পর দায়িত্ব নিয়েই গত ফেব্রুয়ারি মাসে ০.২৫ শতাংশ রেপো রেট কমান আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। মুদ্রানীতি কমিটির সিদ্ধান্তের মাত্র দুই মাসের ব্যবধানে ফের ০.২৫ শতাংশ কমানো হল রেপো রেট।
তবে এই সিদ্ধান্ত অবধারিতই ছিল, মনে করছে ওয়াকিবহাল মহল। জিডিপির পালে হাওয়া দিতে এছাড়া বড় রাস্তা ছিল না সামনে। কাজেই সদর্থক পদক্ষেপ করতেই ফের কমানো হল রেপো রেট। সারা বিশ্বেই আর্থিক অস্থিরতা বাড়তে থাকা পরিস্থিতির দাবি মেনে মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছিল শীর্ষ ব্যাঙ্ক। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারির পর আর রেপো রেট বাড়েনি। এবার বছর দুয়েক পরে তা কমল। ফলে নতুন করে গাড়ি-বাড়ির জন্য ঋণ নিলে কিংবা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও লাভবান হবে ঋণগ্রহীতারা।
তবে এই রেপো রেট কমানোর সিদ্ধান্ত এমন একটা সময়ে এল যখন বিশ্বের বাজার চূড়ান্ত অস্থির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে নয়া শুল্ক নীতি লাগু করেছেন। যার জেরে বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। যার জেরে ভারতের আমদানির খরচ বাড়বে। সম্ভাবনা রয়েছে মূল্যবৃদ্ধির। গুরুতর এই পরিস্থিতিতে রেপো রেট দেশের আভ্যন্তরীণ অর্থনীতিকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।