shono
Advertisement

আজ থেকেই এটিএমে মিলবে ১০,০০০ টাকা

এবার উর্ধ্বসীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। The post আজ থেকেই এটিএমে মিলবে ১০,০০০ টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:35 PM Jan 16, 2017Updated: 06:35 PM Jan 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই টাকা তোলার ক্ষেত্রে উর্ধ্বসীমা নিয়ে নানা বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্র ও কেন্দ্রীয় ব্যাঙ্ক। এবার সেই নিয়ম অনেকটাই আলগা হতে চলেছে। নোটবন্দির ৫০ দিন পরেই এ ব্যাপারে অনেকটা ছাড় মিলেছিল। এবার উর্ধ্বসীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে সাধারণ মানুষের নগদের চাহিদা মিটবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

এখনও পর্যন্ত এটিএমে কার্ডপিছু  প্রতিদিন ৪৫০০ টাকা তোলা যেত। এবার তা বাড়িয়ে করা হল, ১০,০০০ টাকা। কারেন্ট অ্যাকাউন্টে টাকা তোলার উর্ধ্বসীমা হল এক লক্ষ টাকা। আজ থেকেই লাগু হচ্ছে এই নিয়ম।

(এটিএম থেকে টাকা তোলায় নয়া বিধিনিষেধ কেন্দ্রের!)

কেন এখন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? জানা যাচ্ছে, নোট বাতিলের ধাক্কা সামলাতেই বিভিন্ন সময় টাকা তোলার উপর বিধিনিষেধ জারি করা হয়েছিল। যাতে অল্প হলেও সমস্ত মানুষ টাকা পান তাই এই নিয়ম জারি করা হয়েছিল। তা নিয়ে বিস্তর সমালোচনার মুখে পড়ে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু বর্তমানে নোটের পর্যাপ্ত জোগান রয়েছে। ফলে এখন টাকা তোলার উর্ধ্বসীমা বাড়াতে কোনও সমস্যা নেই।

(খাদির ক্যালেন্ডারে ছবি, জানেনই না প্রধানমন্ত্রী)

এদিকে বিনামূল্যে তিনবারের বেশি এটিএম থেকে টাকা না তোলার নিয়ম লাগু হতে পারে বলেও শোনা যাচ্ছিল। উর্ধ্বসীমা কম থাকলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারতেন মানুষ। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়মের ফলে টাকা নিয়ে সাধারণ মানুষের আর কোনও সমস্যা থাকবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

রাম মন্দির তৈরির শর্তেই বিজেপিকে ভোট দেবে অযোধ্যার সাধুরা

যদিও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, যেখানে এটিএমে টাকাই মিলছে না, সেখানে এই সিদ্ধান্ত নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে কেন্দ্র। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সবধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি তুলেছেন তিনি।

 

The post আজ থেকেই এটিএমে মিলবে ১০,০০০ টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement