সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতেই মধ্যবিত্তের জন্য সুখবর। শুক্রবার সকালে রেপো রেট কমানোর ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মুদ্রাস্ফীতি কমেছে বলেই রেপো রেট কমানো হয়েছে বলে মত বিশ্লেষকদের। বছরের শেষ মাসে এসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হল। অর্থাৎ নতুন রেপো রেট ৫.২৫ শতাংশ। ফলে বাড়ি-গাড়ির ইএমআই কমবে, স্বস্তি পাবেন আমজনতা।
দু'মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে শুক্রবার সকালে কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেট কমানো হবে। কারণ টাকার দাম পড়লেও কমেছে মুদ্রাস্ফীতির হার। সেকথা মাথায় রেখেই রেপো রেট কমিয়েছে আরবিআই। সঞ্জয়ের কথায়, নতুন বছরে নতুন আশা নিয়ে পদার্পণ করবেন দেশবাসী।
গত জুন মাসে মুদ্রানীতির বৈঠকে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। যার জেরে রেপো রেট দাঁড়ায় ৫.৫ শতাংশে। তার আগে অবশ্য ফেরুয়ারি ও এপ্রিল মাসে রেপো রেট দফায় দফায় কমায় শীর্ষ ব্যাঙ্ক। এভাবে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে আরবিআইয়ের ক্যাশ রিজার্ভ রেট কমে আসে ৩ শতাংশে। তার জেরে আগস্ট মাসে আর রেপো রেট কমায়নি আরবিআই। অর্থাৎ জুনের পর ডিসেম্বরে এসে রেপো রেট কমাল শীর্ষ ব্যাঙ্ক।
উল্লেখ্য, মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাঙ্ক। ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ছবিটা পালটেছে। পরপর তিনবার কমানো হয়েছে রেপো রেট। বছরের একেবারে শেষ মাসে এসে চলতি বছরে চতুর্থবার রেপো রেট কমাল আরবিআই।
