shono
Advertisement
Vladimir Putin

ভারতের বুকে বয়ে যাবে রুশ তেল! মার্কিন ‘রক্তচক্ষু’ উড়িয়ে ঘোষণা ‘বন্ধু’ পুতিনের

আর কী বললেন তিনি?
Published By: Subhodeep MullickPosted: 04:07 PM Dec 05, 2025Updated: 05:16 PM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও বাধা ছাড়াই ভারতের বুকে বয়ে যাবে রুশ তেল। শুক্রবার মার্কিন ‘রক্তচক্ষু’ উপেক্ষা করে এমনটাই ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তেল-গ্যাস-কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী।

Advertisement

শুক্রবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পুতিন। তারপর যৌথ বিবৃতি দেয় দু'পক্ষ। পুতিন বলেন, "ভারতের অর্থনীতি ক্রমশ বড় হচ্ছে। বাধাহীনভাবে রুশ তেল ভারতের বুকে বয়ে যাবে। তেল-গ্যাস-কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী।" তিনি আরও বলেন, "দু'দেশের সম্পর্ক অত্যন্ত গভীর। আগামী দিনে বিশ্বের বিভিন্ন সমস্যা আমরা একসঙ্গে মোকাবিলা করব। দু'দেশের ভবিষ্যত যথেষ্ট উজ্বল।"

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশের শুল্কবোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতের উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশে। শুধু তাই নয়, রুশ তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে একাধিকবার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তারপরও ভারত-রাশিয়ার সম্পর্ক আটুট। এই পরিস্থিতিতে এবার এদেশের মাটিতে দাঁড়িয়ে মার্কিন 'রক্তচক্ষু' ওড়ালেন ' ভারতবন্ধু' পুতিন।  

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement