shono
Advertisement

Breaking News

Bihar

বিহারেই সম্ভব! পিচের রাস্তার মাঝে দাঁড়িয়ে সারি সারি গাছ, ১০০ কোটির প্রকল্পে চূড়ান্ত গাফিলতি

প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
Published By: Gopi Krishna SamantaPosted: 06:47 PM Jun 30, 2025Updated: 06:47 PM Jun 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন বাস্তবের ভিডিও গেম! বিহারের জেহানাবাদে ১০০ কোটি টাকা খরচ করে তৈরি হওয়া রাস্তা দিয়ে গাড়ি চালাতে হলে প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হবে। কিন্তু নতুন রাস্তার এমন অবস্থা কেন?

Advertisement

পাটনা থেকে গয়া ৭.৪৮ কিলোমিটার রাস্তায় চওয়া করা হলেও, রাস্তার মধ্যে থাকা গাছগুলি কাটা হয়নি। ফলে রাস্তা চওড়া হওয়ার পর গাছগুলি রাস্তার মাঝখানেই রয়ে গিয়েছে। আর সেই রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে নিত্যযাত্রীদের। প্রায়দিনই ঘটছে দুর্ঘটনা। আর এতেই প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, রাস্তা চওড়া করার আগে বন দপ্তরের কাছে গাছ কাটার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া হলে গাছ কাটা হবে না বলে সাফ জানিয়ে দেয় তারা। এরপরই গাছ না কেটে রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নিয়ে নেয় প্রশাসন। আর এতেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

কোনও সুরাহা না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এরই মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটার পরও প্রশাসন যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তীতে কী হবে সেই বিষয়টিই এখন বড় হয়ে উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এ যেন বাস্তবের ভিডিও গেম!
  • বিহারের জেহানাবাদে ১০০ কোটি টাকা খরচ করে তৈরি হওয়া রাস্তা দিয়ে গাড়ি চালাতে হলে প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হবে।
  • পাটনা থেকে গয়া ৭.৪৮ কিলোমিটার রাস্তায় চওয়া করা হলেও, রাস্তার মধ্যে থাকা গাছগুলি কাটা হয়নি।
Advertisement