সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডলারের তুলনায় ক্রমেই দুর্বল হচ্ছিল টাকা। অবশেষে শুক্রবার তা মুখোমুখি হল সর্বকালীন পতনের। ডলারের তুলনায় টাকার মূল্য দাঁড়িয়েছে ৮৪.৪৩। এদিন একলাফে ৪ পয়সা পড়ে যায় টাকার দাম। আর তাতেই তৈরি হল নয়া নজির।
চলতি বছরের ৩১ অক্টোবর সর্বকালীন নিচে নেমেছিল টাকার দাম। সেদিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম ছিল ৮৪.১০ টাকা। তার পর থেকে ক্রমেই নেমেছে টাকার দাম। অবশষে এদিন বিদেশি মুদ্রা বিনিময় বাজার বন্ধের সময় দেখা যায়, টাকার দাম ডলারের তুলনায় সর্বকালীন পতনের সম্মুখীন হয়েছে। এদিন বাজার খোলার সময় টাকার দাম ছিল ৮৪.৪০ টাকা। পরে তা আজকের সর্বোচ্চ অবস্থান ৮৪.৩৯ টাকায় পৌঁছলেও এর পর ক্রমেই কমতে থাকে দাম। শেষপর্যন্ত তা থিতু হয় ৮৪.৪৩ টাকায়।
কেন এই পরিস্থিতি? বাজারে অস্থিরতার কারণকেই দায়ী করছে ওয়াকিবহাল মহল। তাছাড়া রয়েছে নানা আন্তর্জাতিক কারণ। যার মধ্যে অন্যতম ডলার ইনডেক্সের ক্রমেই আরও শক্তিশালী হওয়া। এমন নানাবিধ কারণেই ক্রমেই নিম্নমুখী হয়েছে টাকা। আসলে এর পিছনে এক প্রধান কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনও। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে ফিরেছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। আর তার পর থেকেই মার্কিন শেয়ার বাজার চাঙ্গা হতে শুরু করেছে। আর তারই প্রভাবে টাকার দাম পড়তে শুরু করেছে। এর ফলে বিদেশ ঋণ শোধের খরচ বাড়ছে। ফরেক্স ব্যবসায়ীদের মতে, এই পরিস্থিতিতে ভারতীয় টাকা সংকীর্ণ পরিসরে বাণিজ্য করতে পারবে। তবে ডলার দামি হওয়ায় অপরিশোধিত তেলের দাম খুব একটা বাড়বে না বলেই মনে করা হচ্ছে।