shono
Advertisement

মাধুরীর সঙ্গে একান্তে সাক্ষাৎ অমিতের, তবে কি অভিনেত্রী এবার বিজেপিতে?

গেরুয়া শিবিরে কি মাধুরীকে টানতে পারবেন বিজেপির চাণক্য? The post মাধুরীর সঙ্গে একান্তে সাক্ষাৎ অমিতের, তবে কি অভিনেত্রী এবার বিজেপিতে? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:38 PM Jun 06, 2018Updated: 04:54 PM Jun 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্ল্যামার ওয়ার্ল্ডের বাসিন্দাদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়। বিশেষত দক্ষিণের রাজনীতিতে এ চল দীর্ঘদিনের। কেন্দ্রীয় শাসক দল বিজেপিতেও যোগ দিয়েছেন ‘ড্রিমগার্ল’ হেমা মালিনীর মতো অভিনেত্রী। এবার কি সে তালিকায় যুক্ত হচ্ছে মাধুরী দীক্ষিতের নাম? সম্প্রতি অমিত শাহের সঙ্গে অভিনেত্রীর সাক্ষাৎ নিয়ে এ জল্পনা মাথাচাড়া দিল।

Advertisement

[  একসঙ্গে হোক বিধানসভা এবং লোকসভা ভোট, মোদির ডাকে সাড়া যোগী-অখিলেশের ]

সমর্থনের জন্য সম্পর্ক-এই লক্ষ্যেই বেরিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আসন্ন সাধারণ নির্বাচন। তার আগে কোথাও খারাপ সম্পর্ক থাকুক তা চান না বিজেপির চাণক্য। ফলে ড্যামেজ কন্ট্রোলে বেরিয়েছেন তিনি। এমনকী যে শিব সেনা ক্রমাগত বিজেপি বিরোধিতা করে চলেছে, আলাদা করে ভোটেও লড়েছে, সেই শিব সেনার সঙ্গেও বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অমিত। উদ্ধবের সঙ্গে কথা বলেই ভোটব্যাংক সুরক্ষিত করতে চাইছেন তিনি। সম্পর্ক জোড়া লাগানোর এই সফরে তিনি দেখা করলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গেও। সেখানে ছিলেন অভিনেত্রীর স্বামী শ্রীরাম নেনেও। একান্তে তাঁদের বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। বৈঠকে সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও। যদিও কী বিষয়ে তাঁদের কথা হয়েছে তা এখনও কোনও পক্ষই স্পষ্ট করেননি। এরপরই অভিনেত্রীর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। আগামী সাধারণ নির্বাচনে কি গেরুয়া শিবিরের হয়ে প্রচারে দেখা যাবে মাধুরীকে? আপাতত মাধুরী ভক্তদের মনেও এ প্রশ্ন উঁকি দিচ্ছে।

তবে সাম্প্রতিক অতীতে রাজনীতিতে যোগদান নিয়ে কোনও ইঙ্গিত দেননি মাধুরী। দেশের রাজনীতি নিয়ে তাঁর যে দারুণ আগ্রহ, এমনটাও জানা যায়নি। অনেকের ধারণা, সরাসরি শাসকদলে নাম না লেখালেও কেন্দ্রের জনহিতকর বিভিন্ন প্রকল্পে মাধুরীকে দেখা যাতে পারে। অতীতে অনেক নায়িকাই এ কাজ করেছেন। যেমন স্বচ্ছ ভারতের প্রচারের জন্য খোদ প্রধানমন্ত্রী ডাক পাঠিয়েছিলেন অনুষ্কা শর্মাকে। মনে করা হচ্ছে, দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে বিজেপির চাণক্যও একই পথ ধরেছেন। বিজেপি মানেই হিন্দুত্বের কড়া ডোজ এই ধারনার আড়ালে যেন চাপা পড়ে যায় বিভিন্ন উন্নয়নের কাজ। প্রধানমন্ত্রী যদিও ‘সবকা সাথ সবকা বিকাশ’ বলেছেন, কিন্তু তা যেন স্লোগানই হয়ে থেকে যাচ্ছে। এই পরিস্থিতি বদলাতেই সমাজের বিশিষ্টদের দ্বারস্থ হতে হচ্ছে বিজেপিকে। তাঁদের মুখ থেকে প্রচার করে দল ও সরকারের গ্রহণযোগ্যতা বাড়ানোর পরিকল্পনা অমিতের। সেই প্রেক্ষিতেই সম্ভবত মাধুরীর সঙ্গে সাক্ষাৎ। তবে অভিনেত্রীর তরফে এখনও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

[  পরকীয়া সন্দেহে প্রকাশ্য রাস্তায় মারধর যুগলকে, ভাইরাল ভিডিও ]

The post মাধুরীর সঙ্গে একান্তে সাক্ষাৎ অমিতের, তবে কি অভিনেত্রী এবার বিজেপিতে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement