shono
Advertisement

Breaking News

Punjab

'লিফট' দেওয়ার নামে পথচারীদের খুন! ১৮ মাসে ১১ হত্যার পর গ্রেপ্তার সিরিয়াল কিলার

খুনের পর সর্বস্ব লুঠ করে চম্পট দিত সিরিয়াল কিলার।
Published By: Amit Kumar DasPosted: 10:10 AM Dec 25, 2024Updated: 10:10 AM Dec 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালো মানুষের ভেক ধরে প্রথমে পথচারীকে লিফট দেওয়ার প্রস্তাব। মিষ্টি কথায় রাজি হয়ে কেউ গাড়িতে চড়ে বসলে সেই যাত্রাই শেষ যাত্রা হত পথচারীর। এভাবেই গত ১৮ মাসে ১১ জনকে খুন করেছিল পাঞ্জাবের এক সিরিয়াল কিলার। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ভয়ংকর এই খুনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ আগস্ট কর্তারপুর মানালি রোডে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ পাঞ্জাবের হোশিয়ার জেলার রূপনগরের চৌরা গ্রামের বাসিন্দা রামস্বরূপ ওরফে সোধিকে গ্রেপ্তার করে পুলিশ। ৩৭ বছর বয়সি ওই যুবককে জেরা করতেই উঠে আসে একের পর এক তথ্য। পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করে নেয় খুনের কথা। তবে চমকের তখন বাকি ছিল। জিজ্ঞাসাবাদ চলাকালীন যুবক জানায়, এর আগেও ১০ জনকে একইভাবে খুন করেছে সে। এরমধ্যে শুধু রূপনগরে এভাবে খুন করা হয়েছে ৩ জনকে।

পুলিশের তরফে জানা গিয়েছে, খুনের প্রক্রিয়া একেবারে বাঁধাধরা ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় একা কোনও পথচারীকে দেখলে লিফট দেওয়ার প্রস্তাব দিত অভিযুক্ত। সরল মনেই এমন প্রস্তাব গ্রহণ করতেন পথচারীরা। এর পর মাঝপথে কোনও নির্জন জায়গা দেখে গাড়ি থামিয়ে হঠাৎ তাঁর উপর আক্রমণ চালানো হত। লোহার বড় বা ইট দিয়ে এলোপাথাড়ি মেরে খুন করা হত পথচারীকে। এরপর সর্বস্ব লুঠ করে চম্পট দিত এই খুনি। এভাবেই গত ১৮ মাসে ১১ জনকে খুন করেছিল রামস্বরূপ। এতগুলি মৃতদেহ সে কোথায় লুকিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৮ মাসে ১১ জনকে খুনের পর গ্রেপ্তার পাঞ্জাবের সিরিয়াল কিলার।
  • পথচারীকে লিফট দেওয়ার প্রস্তাব দিয়ে খুন করত অভিযুক্ত।
Advertisement