shono
Advertisement

Breaking News

Share Market

দুঃসময় অতীত! সোম সকালে চাঙ্গা শেয়ার বাজার, ১২০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

ব্যাঙ্কিং সেক্টরেও আজ ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।
Published By: Amit Kumar DasPosted: 12:43 PM Nov 25, 2024Updated: 12:43 PM Nov 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময় কাটিয়ে অবশেষে সুদিন ফিরল দালাল স্ট্রিটে! অতীতের ধাক্কা সামলে সোমবার সকালে ১২০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। সোম সকালে শেয়ার বাজারের মতিগতি দেখে বিশেষজ্ঞরা আশা করছেন, অতীতের রক্তক্ষরণ কাটিয়ে এবার ভালো সময় আসতে চলেছে বাজারে।

Advertisement

সোমবারের বাজার রিপোর্ট অনুযায়ী, এদিন দালাল স্ট্রিট খোলার পরই গ্রিন সিগন্যাল দেখা যায় বাজারে। ৯.১৫ মিনিটে ১২১২ পয়েন্ট বাড়ে সেনসেক্স। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১.৫৩ শতাংশ বেড়ে পৌঁছে যায় ৮০,৩২৯। পাশাপাশি, ৩৮১ পয়েন্ট বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক। যার জেরে ১.৬০ শতাংশ বেড়ে নিফটি পৌঁছে যায় ২৪,২৮৯। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিফটি ও সেনসেক্সের সূচকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি ৮০,২৮০ থেকে ৮০,৩৫০ পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করছে সেনসেক্স।

যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, জোম্যাটো, ভারত ইলেকট্রনিক্স, ওএনজিসি, হ্যাল, এলটি-এর মতো শেয়ারে। এছাড়া ব্যাঙ্কিং সেক্টরেও আজ ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে, এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, পিএনবির মতো শেয়ারগুলি ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে, আদানি এনার্জি সলিউশন, জেএসডব্লু স্টিল, এইচসিএল টেক-এর মতো শেয়ারগুলিতে।

বাজার বিশেষজ্ঞদের মতে, গত প্রায় একমাস ধরে লাগাতার নিচের দিকে নামছিল শেয়ারবাজার। বিরাট উত্থানের পর এই পতন প্রত্যাশিতই ছিল। এমনকি দীপাবলি ও ধনতেরাসেও খুব একটা সাফল্যের মুখ দেখেনি দালাল স্ট্রিট। একটানা পতনের পর এবার শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে বলেই আশা করা হচ্ছে। বিনিয়োগের পরিমাণও বাড়ছে ক্রমশ। তারই ফল দেখা যাচ্ছে শেয়ার বাজারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুঃসময় কাটিয়ে অবশেষে সুদিন ফিরল দালাল স্ট্রিটে!
  • অতীতের ধাক্কা সামলে সোমবার সকালে ১২০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স।
  • পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও।
Advertisement