shono
Advertisement
SIR in Bengal

SIR প্রতিবাদ এবার দিল্লিতে, নির্বাচন কমিশনে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল

১০ সদস্যের দলে কারা?
Published By: Subhajit MandalPosted: 11:20 AM Nov 28, 2025Updated: 03:15 PM Nov 28, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: SIR বিরোধী আন্দোলন বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লিতে। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে জরুরি বৈঠক করতে গেলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার সকালে ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে ১০ সদস্যের দল কমিশনের দপ্তরে গেল বৈঠক করতে।

Advertisement

গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার দিল্লির বুকে SIR বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল। সেজন্য ১০ সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেন অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন তাঁদের। ১০ জনের এই দলে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সাকেত গোখলে।

প্রাথমিকভাবে নির্বাচন কমিশন জানিয়েছিল, ১০ জন নয় মাত্র ৫ জন তৃণমূল সাংসদ আজকের বৈঠকে যোগ দিতে পারবেন। যদিও তৃণমূল স্পষ্ট জানিয়ে দেয়, ১০ সাংসদই দেখা করতে যাবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেন, “যদি নির্বাচন কমিশনার সত্যিই স্বচ্ছ্ব হয়, তাহলে মাত্র ১০ জন সাংসদকে ভয় কীসের? খোলাখুলি বৈঠক করুন না। আমাদের কাছে পাঁচটা প্রশ্ন রয়েছে। লাইভ টেলিকাস্টে এই সোজাসাপ্টা পাঁচ প্রশ্নের জবাব দিন।” শেষে তৃণমূলের চাপে মাথা নোয়াই কমিশন। ১০ জন সাংসদকে দেখা করার অনুমতি দেওয়া হয়।

সংঘাতের আরও একটা জায়গা আছে। অভিষেক চ্যালেঞ্জের সুরে সোশাল মিডিয়ায় বলেন, কমিশন যদি স্বচ্ছ্ব হয় তাহলে ওই বৈঠকের লাইভ টেলিকাস্ট হোক। তিনি বলেন, "আমাদের সাংসদরা মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের মতো নয়, যাঁদের হাত সরকারের হাতে বাঁধা। বেছে বেছে বৈঠকের কিছু অংশ ফাঁস করা হবে যাতে বোঝানো হবে কমিশন খুব স্বচ্ছ্ব, সেসব চলবে না।" যদিও লাইভ টেলিকাস্টের দাবি মানা হয়নি কমিশনের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • SIR বিরোধী আন্দোলন বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লিতে।
  • দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে জরুরি বৈঠক করতে গেলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল।
  • শুক্রবার সকালে ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে ১০ সদস্যের দল কমিশনের দপ্তরে গেল বৈঠক করতে।
Advertisement