shono
Advertisement
Southern Rail

সামান্য খরচে ট্রেনের স্লিপার কামরাতেও পাবেন বেডরোল! নতুন বছরে নতুন ব্যবস্থা রেলের

আগামী ১ জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হবে।
Published By: Anustup Roy BarmanPosted: 12:06 PM Nov 29, 2025Updated: 02:17 PM Nov 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য পরপর একগুচ্ছ পদক্ষেপ ভারতীয় রেলের। এবার সেই লক্ষ্যে আরেকটি নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। এবার থেকে স্লিপার কামরাতেও পাওয়া যাবে বালিশ এবং চাদর। রেলের দক্ষিণ শাখা এই কথা জানিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, রেলের দক্ষিণ শাখায় এবার থেকে স্লিপার কামরাতেও রাতে শোয়ার জন্য বিছানা পাওয়া যাবে। বাতানুকূল নয় এমন কামরায় যাঁরা ভ্রমণ করবেন, তাঁরা সামান্য খরচেই পেয়ে যাবেন বালিশ এবং চাদর। বর্তমানে এই ব্যবস্থা শুধুমাত্র বাতানুকূল কামরার যাত্রীদের জন্যই রয়েছে। এই নতুন ব্যবস্থায় বহু যাত্রীর উপকার হবে, বিশেষত শীতকালে।

২০২৩-২৪ সালে রেলের ভাড়ার বাইরে অন্য পদ্ধতিতে আয় বৃদ্ধির জন্য নতুন ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থায় শুরু হতে চলা পাইলট প্রকল্পটি যাত্রীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। এই ব্যবস্থায়, একজন ঠিকাদারকে বেডরোল কেনা, যান্ত্রিকভাবে ধোয়া, প্যাকিং, লোডিং, বিতরণ এবং সংরক্ষণের দায়িত্ব দেওয়া হবে। এই পরিষেবা তিন বছরে চেন্নাই বিভাগের জন্য ২৮.২৭ লক্ষ টাকা রাজস্ব আয় করবে বলে আশা করা হচ্ছে।

রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হবে। প্রথম দফায় ১০টি এক্সপ্রেস ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। জানা গিয়েছে, ৫০ টাকায় পাওয়া যাবে একটি বিছানার চাদর, একটি বালিশ এবং একটি বালিশের কভার। একটি বিছানার চাদরের দাম হবে ২০ টাকা। একটি বালিশ এবং তাঁর কভারের দাম হবে ৩০ টাকা।

রেলের তরফে জানানো হয়েছে, চেন্নাই-মেট্টুপালায়ম নীলগিরি সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই-ম্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই এগমোর-মান্নারগুড়ি এক্সপ্রেস, চেন্নাই এগমোর-তিরুচেন্দুর সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই-পালাক্কাড় এক্সপ্রেস, চেন্নাই এগমোর-সেনগোত্তাই সিলাম্বু সুপারফাস্ট এক্সপ্রেস, তাম্বারম-নাগেলপুর সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস। এক্সপ্রেস, চেন্নাই-আলেপ্পি সুপারফাস্ট এক্সপ্রেস, এবং চেন্নাই এগমোর-ম্যাঙ্গালোর এক্সপ্রেস, এই ট্রেনগুলিতে নতুন পরিষেবা চালু করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাধারণ কামরাতেও পাওয়া যাবে বালিশ এবং চাদর।
  • রেলের দক্ষিণ শাখা এই কথা জানিয়েছে।
  • এই ব্যবস্থা এখন শুধুমাত্র বাতানুকূল কামরার যাত্রীদের জন্যই রয়েছে।
Advertisement