shono
Advertisement
Supreme Court

আইন গুঁড়িয়ে বুলডোজার চালাচ্ছে যোগীরাজ্য! সুপ্রিম ভর্ৎসনা, ২৫ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ

আদালত অবমাননার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে।
Published By: Kishore GhoshPosted: 05:51 PM Nov 06, 2024Updated: 06:19 PM Nov 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ অক্টোবর শুনানিতে হুঁশিয়ারি দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অমান্য করে বুলডোজার চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই হুঁশিয়ারি উড়িয়ে বেআইনি ভাবে এক ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দেওয়ায় অভিযোগ উঠেছে যোগীর প্রশাসনের বিরুদ্ধে। এই ঘটনায় বুধবার উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করল তিন বিচারপতির বেঞ্চ। এইসঙ্গে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল শীর্ষ আদালত।

Advertisement

এদিন মামলা ওঠে বিচারপতি জে বি পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রা এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। আদালতের বক্তব্য, বুলডোজার দিয়ে জনৈক ব্যক্তির বাড়ি ভাঙার ঘটনায় গা জোয়ারি কাজ করেছে স্থানীয় প্রশাসন, আইনের পরোয়া করা হয়নি। বিচারপতির বেঞ্চ জানায়, কোনওরকম নোটিস ছাড়াই বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে। বেআইনিভাবে এই কাজ করা হয়েছে। মামলাকারী দাবি করেন, বাড়ি সংলগ্ন একটি রাস্তা নির্মাণে দুর্নীতির কথা সংবাদপত্রকে জানিয়েছিলেন তিনি, এই 'অপরাধে' তার বাড়িটিকে বুলডোজা দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উষ্মা প্রকাশ করে আদালত জানায়, রাষ্ট্রের তরফে এই ধরনের পদক্ষেপ মেনে নেওয়া যায় না। ব্যক্তিগত সম্পত্তির বিষয়ে আইন মেনে চলতে হবে প্রশাসনকে। উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী পালটা যুক্তি দেওয়ার চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। শুনানি শেষ আদালত নির্দেশ দেয়, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ২৫ লক্ষ টাকা দেবে যোগী সরকার। এছাড়াও স্থানীয় প্রশাসের যে কর্তারা বেআইনি ভাবে বাড়ি ভাঙার কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন মামলা ওঠে বিচারপতি জে বি পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রা এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে।
  • যে স্থানীয় প্রশাসনিক কর্তারা বেআইনি ভাবে বাড়ি ভাঙার সঙ্গে ছিলেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
Advertisement