shono
Advertisement
Tamil Nadu

স্ত্রীকে খুন করে মৃতদেহের সঙ্গে সেলফি! হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি আপলোড যুবকের

'বেইমানির দাম মৃত্যু', স্ত্রীর মৃতদেহের সঙ্গে সেলফিতে ক্যাপশন যুবকের!
Published By: Anwesha AdhikaryPosted: 02:25 PM Dec 01, 2025Updated: 03:55 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে খুন। তারপর মৃতদেহের সঙ্গে সেলফি তুলে হোয়াটসঅ্যাপে স্টেটাস দিল যুবক! হাড়হিম করা কাণ্ডটি ঘটেছে তামিলনাড়ুতে। জানা গিয়েছে, প্রায় চার মাস আগে যুবককে ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী। কর্মরত মহিলাদের একটি হস্টেলে থাকতেন। রবিবার সেই হস্টেলের সামনেই ঘটে সাংঘাতিক হত্যাকাণ্ড।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম এস বালমুরুগান। ৩২ বছর বয়সি বালমুরুগানের স্ত্রী প্রিয়া প্রায় চার মাস আগে চলে যান। তিরুনেলভেলির এই দম্পতির মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত। তার জেরেই বাড়ি ছেড়ে কোয়েম্বাটোর চলে যান প্রিয়া। ১০ বছর বয়সি পুত্র এবং তিন বছর বয়সি কন্যাকে রেখে যান বালমুরুগানের কাছে। কোয়েম্বাটোরে গিয়ে একটি ব্যাগের দোকানে কাজ শুরু করেন ৩০ বছর বয়সি প্রিয়া। থাকতেন স্থানীয় এক হস্টেলে।

তদন্ত চলাকালীন জানা গিয়েছে, বালমুরুগানেরই এক দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন প্রিয়া। সেই বিষয়টি জানতে পেরে শনিবার প্রিয়ার হস্টেলে যান বালমুরুগান। অতীতের ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও একসঙ্গে থাকার প্রস্তাব দেন। কিন্তু সেই ডাকে সাড়া দেননি প্রিয়া। এই ঘটনার পরেই প্রিয়ার সঙ্গে নিজের ঘনিষ্ঠ ছবি বালমুরুগানকে পাঠান তাঁর আত্মীয়। সেই ছবি দেখে রাগের মাথায় প্রিয়ার হস্টেলে হাজির হন বালমুরুগান।

ঘনিষ্ঠ ছবি নিয়ে দু'জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। আচমকাই ব্যাগ থেকে কাস্তে বের করে প্রিয়াকে কোপাতে থাকে বালমুরুগান। ঘটনাস্থলেই প্রিয়ার মৃত্যু হয়। রক্তাক্ত মৃতদেহের পাশে বসে সেলফি তোলেন বালমুরুগান। সেই ছবি আপলোড করেন নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে। সঙ্গে লেখেন, 'ধোঁকার দাম মৃত্যু'। ওই স্টেটাস দেখেই পুলিশে খবর দেওয়া হয়। স্ত্রীর দেহের পাশে বসে থাকাকালীনই গ্রেপ্তার হন বালমুরুগান। আপাতত তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিযুক্ত যুবকের নাম এস বালমুরুগান। ৩২ বছর বয়সি বালমুরুগানের স্ত্রী প্রিয়া প্রায় চার মাস আগে চলে যান।
  • তদন্ত চলাকালীন জানা গিয়েছে, বালমুরুগানেরই এক দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন প্রিয়া।
  • ঘনিষ্ঠ ছবি নিয়ে দু'জনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। আচমকাই ব্যাগ থেকে কাস্তে বের করে প্রিয়াকে কোপাতে থাকে বালমুরুগান।
Advertisement