shono
Advertisement
TMC

বৃহস্পতিতেও সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিলে রাজ্যের বকেয়া মেটানোর দাবি

Published By: Subhodeep MullickPosted: 12:00 PM Dec 04, 2025Updated: 12:20 PM Dec 04, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: একশো দিনের কাজ (মনরেগা), আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। মোদি সরকারের এই বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে এদিন বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব, জুন মালিয়া-সহ অন্যান্য সাংসদরা। তারপর তাঁরা সংসদ চত্বরে প্রবেশ করেন।

Advertisement

মঙ্গলবার নবান্ন থেকে রাজ্যের ১৫ বছরের উন্নয়নের পাঁচালি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। মমতা বলেন, “জিএসটি বাবদ রাজ্যের টাকাও নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। রাজ্যের প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রয়েছে।” এর পাশাপাশি কোন কোন খাতে রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে তারও বিস্তারিত হিসাব দেন মুখ্যমন্ত্রী। এরপরই বুধবার সংসদ চত্বরে আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তৃণমূল সাংসদদের। সেই ধারা বজায় রইল বৃহস্পতিবারও। কালো প্ল্যাকার্ড হাতে তৃণমূল সাংসদরা এদিন মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন।

তৃণমূল সাংসদ কাকলি বলেন, "একশো দিনের কাজ, আবাস যোজনা, জলজীবন মিশন-সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার। কেন্দ্রের ৬৪টি দল বাংলায় এসেছে। আমরা হিসাব দিয়েছি। রিপোর্টে তারা সন্তুষ্ট। কিন্তু তারপরও বকেয়া টাকা গায়ের জোরে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি।" অন্যদিকে, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন। সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। তৃণমূল সরকার তা খরচ করতে পারেনি।" অন্যদিকে, প্রায় একই সময়ে এদিন মকরদ্বারে ইন্ডিয়া জোটের নেতারাও অবস্থান বিক্ষোভ বসেন। দিল্লির দূষণের বিরুদ্ধে সরব হন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একশো দিনের কাজ (মনরেগা), আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।
  • মোদি সরকারের এই বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবারও সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা।
  • হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে এদিন বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব, জুন মালিয়া-সহ অন্যান্য সাংসদরা।
Advertisement