সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতভর অভিযানে উপত্যকায় বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। জম্মু ও কাশ্মীরের নানা জায়গায় একের পর এক জঙ্গি হামলার ঘটনায় মাঝেই সেনার গুলিতে নিকেশ হল ২ জঙ্গি। শুক্রবার রাত থেকে এই অভিযান চালানো হয় বারামুল্লার সোপোর এলাকায়। জঙ্গিদের নিকেশ করার পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
পুলিশের তরফে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে বারামুল্লার সোপোর এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথবাহিনী। সোপোরের পানিপুরায় গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনার উপস্থিতি টের পেয়ে এবং পিছু হঠবার জায়গা না থাকায় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। প্রায় ১৪ ঘণ্টা ধরে দুই তরফের গুলির লড়াইয়ের পর ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছে কাশ্মীর পুলিশ। এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, 'সোপোরে নিরাপত্তাবাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। মৃত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।' পাশাপাশি সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে উপত্যকায় আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। সন্ত্রাস রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে।
এদিকে বৃহস্পতিবার ফের জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে গ্রামরক্ষা বাহিনীর দুই সদস্যের। বৃহস্পতিবার কাশ্মীরের কিস্তওয়ার জেলার আধওয়ারি এলাকার একটি জঙ্গলের কাছ থেকে গ্রামরক্ষা বাহিনীর দুই সদস্যকে অপহরণ করে জঙ্গিরা। পরে তাদের গুলি করে হত্যা করা হয়। এই হত্যকাণ্ডের দায় নিয়েছে কাশ্মীর টাইগার্স নামের একটি সংগঠন। মৃত দুই গ্রাম রক্ষী বাহিনীর সদস্যের মৃতদেহের ছবিও প্রকাশ করেছে ওই জঙ্গি সংগঠন। প্রাথমিকভাবে নিরাপত্তাবাহিনীর ধারনা জঙ্গিরা এখনও ওই এলাকায় লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান।