সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে মহা বিকাশ অঘাড়ি (এমভিএ) ক্ষমতায় এলে শিল্পপতি গৌতম আদানির সংস্থাকে দেওয়া ধারাভি সংস্কার প্রকল্প বাতিল করা হবে। বৃহস্পতিবার মুম্বইয়ে শিব সেনা (উদ্ধব)-র নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বড়সড় প্রতিশ্রুতি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরে।
সেই সঙ্গে তিনি রাজ্যের সমস্ত ছাত্রদের জন্য বিনামূল্যে শিক্ষা এবং অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বেশিরভাগ নির্বাচনী প্রতিশ্রুতি মহা বিকাশ অঘাড়ির (এমভিএ) সামগ্রিক আশ্বাসের অংশ, তবে কিছু বিষয় রয়েছে যাতে বিশেষ মনোযোগ দেওয়া দরকার। শিব সেনা (উদ্ধব)-র ইস্তাহারে সেগুলিকেই তুলে ধরা হয়েছে। খুব শীঘ্রই শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ) এবং কংগ্রেসের জোট মহা বিকাশ অঘাড়ির সম্মিলিত ইস্তাহারও প্রকাশিত হবে।
২০২২ সালে এশিয়ার বৃহত্তম বসতি ধারাভির উন্নয়নের ভার দেওয়া হয় আদানি গোষ্ঠীকে। ৫ হাজার ৬৯ কোটি টাকায় বসতি উন্নয়ন প্রকল্পের বরাত পায় বিখ্যাত শিল্পগোষ্ঠী। যদিও ইংরেজ আমলে তৈরি বসতির উন্নয়ন প্রকল্প নিয়ে আশঙ্কায় স্থানীয়রা। বাসিন্দাদের একাংশের ধারণা এর ফলে ধারাভির নিজস্বতা ধ্বংস হয়ে যাবে। ভারতে বেড়াতে আসা বিদেশিরা আর তাঁদের বস্তিতে আসবেন না। সবচেয়ে বড় কথা, আর্থিক ক্ষতি হবে তাঁদের, রুজিরুটি হারাবেন তাঁরা। আসলে ধারাভির একটি নিযস্ব অর্থনীতি রয়েছে। স্থানীয়রা বিভিন্ন ধরনের ছোট ব্যবসার সঙ্গে যুক্ত। মূলত চামড়া, বস্ত্র এবং মৃৎশিল্পের সঙ্গে যুক্ত তাঁরা। এখানে উৎপাদিত দ্রব্য দেশে-বিদেশে বিক্রি হয়। বাসিন্দাদের ধারণা, উন্নয়নের নামে তাঁদের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে। এমনকী তাঁদের ভিটেছাড়াও করা হতে পারে।
প্রসঙ্গত, ২০ নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। ঠাকরে এদিন বলেন, “আমি প্রচারের জন্য মুম্বইয়ের বাইরে যাচ্ছি, তাই মুম্বইতে মহা বিকাশ অঘাড়ি (এমভিএ) আসন্ন সাংবাদিক সম্মেলনে আমি না থাকলে দয়া করে ধারণা করবেন না যে জোট ভেঙে গিয়েছে।