সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলির ১৭ লক্ষ পড়ুয়াদের জন্য বড় স্বস্তি। রাজ্যের মাদ্রাসা শিক্ষা আইনকে 'অসাংবিধানিক' নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। সেই রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। এইসঙ্গে যোগীরাজ্যে মাদ্রাসা শিক্ষাকে 'সাংবিধানিক' বলল শীর্ষ আদালত।
এদিন মামলা ওঠে বিচার জে বি পর্দিওয়ালা, মনোজ মিশ্রা এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। গত ২২ মার্চের এলাহাবাদ হাই কোর্টের রায়কে খারিজ করে সুপ্রিম কোর্ট। হাই কোর্টের রায়কে 'ভুল' বলে রাজ্যের মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতাকে বহাল রাখল শীর্ষ আদালত। এই আইন মাদ্রাসা প্রশাসনে সরাসরি হস্তক্ষেপ করে না বলেও জানায় তিন বিচারপতির বেঞ্চ। মাদ্রাসা শিক্ষায় ধর্মীয় প্রশিক্ষণের বিষয়ে সুপ্রিম রায়---এই আইনের অধীনে ‘ফাজিল’ এবং ‘কামিল’ ডিগ্রিপ্রদান অসাংবিধানিক। কারণ, এই সংশ্লিষ্ট বিধান ইউজিসি গাইডলাইনের পরিপন্থী।
২০০৪ সালে ‘উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড শিক্ষা আইন’ আনে মুলায়ম সিং যাদব সরকার। যোগী ক্ষমতায় আসতেই মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিদেশি অনুদান আসছে কি না, সমীক্ষা করে দেখে উত্তরপ্রদেশ সরকার। মাদ্রাসার সিলেবাস বদলেও উদ্যোগ নেয় শিক্ষা বিভাগ। এই আবহে একটি জনস্বার্থ মামলায় মাদ্রাসা শিক্ষা আইনকে অসাংবিধানিক নির্দেশ দেয় এলাহাবাদ হাই কোর্ট। সেই রায় এদিন খারিজ করল সুপ্রিম কোর্ট।