shono
Advertisement
Yogi Adityanath

৬১ বছর পর উত্তরপ্রদেশে জাতীয় জাম্বুরি, প্রস্তুতিতে বিশেষ নজরদারি যোগীর

মহিলা ক্যাডেটদের সুরক্ষার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।
Published By: Hemant MaithilPosted: 01:24 PM Nov 21, 2025Updated: 03:23 PM Nov 21, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার ১৯তম ভারত স্কাউটস অ্যান্ড গাইডস জাম্বুরির প্রস্তুতি খতিয়ে দেখলেন। তিনি আধিকারিকদের বিশ্বমানের ব্যবস্থা ও তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। আয়োজনে যেন কোনও রকম ফাঁকফোকর না থাকে তা নিজে খতিয়ে দেখছেন। মহিলা ক্যাডেটদের সুরক্ষার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।

Advertisement

দীর্ঘ ৬১ বছর পর উত্তরপ্রদেশ এই মর্যাদাপূর্ণ ডায়মন্ড জুবিলি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এটি রাজ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই জাম্বুরি পালন করা হবে। বৃন্দাবন কলোনির ডিফেন্স এক্সপো গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই বিরাট অনুষ্ঠানটি।

প্রায় ৩০০ একর জমিতে তৈরি হচ্ছে জাম্বুরি সাইট । এতে ৩২ হাজার অংশগ্রহণকারী এবং ৩ হাজার জন কর্মী মোতায়েন থাকবেন। নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই মহোৎসবে যোগ দেবেন।

'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর ভাবনা প্রদর্শিত হবে এই অনুষ্ঠানে। উত্তরপ্রদেশের সংস্কৃতি ও বিভিন্ন অঞ্চলের খাদ্যাভাস তুলে ধরার জন্য ১০০টিরও বেশি স্টল তৈরি করা হচ্ছে। সেখানে ODOP পণ্য, রোবোটিক্স, AI জোন এবং প্ল্যানেটেরিয়ামের আলাদা জায়গা রয়েছে।

বিরাট এই আয়োজন লখনউয়ের স্থানীয় অর্থনীতি এবং কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। অংশগ্রহণকারীদের জন্য ১৬টি জার্মান হ্যাঙ্গার, ২,২০০টিরও বেশি শৌচালয় এবং ১০০টি রান্নাঘর তৈরি করা হয়েছে। একটি অস্থায়ী থানা, ১১টি ফায়ার টেন্ডার এবং ডেডিকেটেড মোবাইল টাওয়ারও বসানো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার ১৯তম ভারত স্কাউটস অ্যান্ড গাইডস জাম্বুরির প্রস্তুতি খতিয়ে দেখলেন।
  • দীর্ঘ ৬১ বছর পর উত্তরপ্রদেশ এই মর্যাদাপূর্ণ ডায়মন্ড জুবিলি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।
  • নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই মহোৎসবে যোগ দেবেন।
Advertisement