shono
Advertisement

বিমানবন্দরে ভারতীয় সেনাকে অভিনব কায়দায় সম্মান জনতার, ভাইরাল ভিডিও

যেখানেই কোনও ফৌজিকে দেখবেন এভাবেই সেলাম জানাবেন, আর্জি শেহবাগেরও৷
Posted: 05:22 PM Apr 19, 2017Updated: 11:52 AM Apr 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জন্য প্রাণ দিতে যেমন তাঁরা কার্পণ্য করেন না, তেমনই শত্রুর প্রাণ নিতেও দ্বিধা করেন না৷ দিনের পর দিন নাওয়া-খাওয়া ভুলে পড়ে থাকেন দেশের প্রত্যন্ত অঞ্চলে৷ সেই ত্যাগের সঠিক মূল্য কি আমরা আজ পর্যন্ত দিতে পেরেছি? বোধহয় না৷ কিন্তু এতদিন হয়নি বলে কি আজ হবে না? নিশ্চয়ই হতে পারে৷ যেমন সম্প্রতি দিল্লি বিমান বন্দরে হল৷

Advertisement

[মাথা কামিয়ে মৌলবীর ফতোয়ার ‘যোগ্য’ জবাব সোনুর]

ভোররাত তিনটে নাগাদ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর৷ সেই সময়ই বিদেশ থেকে এক মিশন সেরে ফিরছিলেন ভারতীয় সেনার একটি দল৷ সেনার পোশাকে সৈনিকদের দেখা মাত্রই হাততালিতে ফেটে পড়েন উপস্থিত জনতা৷ উচ্ছ্বাসের সঙ্গে সবাইকে স্বাগত জানানো হয়৷ করা হয় করমর্দন৷ গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন মেজর গৌরব আর্য৷ সোশ্যাল মিডিয়ায় তিনি ভিডিওটি আপলোড করে লেখেন, হ্যাঁ, ভারতীয় সেনার দিন এবার এসেছে৷

[‘আল্লাহ-হু-আকবর’ বলে বন্দুকবাজের হানা, মৃত ৩ মার্কিন নাগরিক]

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন তুলেছিলেন, আমরা কি আস্তে আস্তে একটা নতুন উদ্যোগ শুরু করতে পারি? পারি দেশের সেনাবাহিনীকে সম্মান জানানোর প্রথা আরম্ভ করতে? প্রধানমন্ত্রীর এই আর্জির পরই ঘটে দিল্লি বিমানবন্দরের এই ঘটনা৷ আবেগঘন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় ভাইরাল৷ সাধারণ মানুষের পাশাপাশি প্রতিক্রিয়ায় সরব হন বীরেন্দ্র শেহবাগের মতো সেলিব্রিটিও৷ প্রাক্তন ক্রিকেটার আবেদন করেন, যেখানেই কোনও ফৌজিকে দেখবেন এভাবেই সেলাম জানাবেন৷ এটাই দেশের সত্যিকারের নায়কদের সম্মান জানানোর সেরা উপায়৷

[‘অযোধ্যা, গঙ্গা ও তেরঙ্গার জন্য যে কোনও সাজা নিতে রাজি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement