shono
Advertisement

Breaking News

Vladimir Putin

মার্কিন ভ্রূকুটি উপেক্ষা দিল্লির! বিমানবন্দরে লাল কার্পেট, নামতেই পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি

ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
Published By: Anwesha AdhikaryPosted: 07:24 PM Dec 04, 2025Updated: 07:49 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লির পালাম বিমানবন্দর সাক্ষী থাকল ভারত-রুশ সম্পর্কের এক নতুন অধ্যায়ের। তেল কূটনীতি, শুল্ক সংশয়, রণদামামার মাঝেই 'বন্ধু' পুতিনকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নামতেই জড়িয়ে ধরলেন তাঁকে। নিজের গাড়িতে চাপিয়ে পুতিনকে বিমানবন্দর থেকে বের করলেন। বুঝিয়ে দিলেন, মার্কিন ভ্রূকুটিতে ভীত নয় ভারত।

Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে, বিশেষত অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। স্বাভাবিক ভাবেই তাঁর দু’দিনের সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে। জেনে নেওয়া যাক পুতিনের এই সফর ঘিরে কী কী প্রত্যাশা রয়েছে। ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করলেও রাশিয়ার ভারত থেকে আমদানি করা পণ্যের পরিমাণ অনেক কম। নয়াদিল্লির লক্ষ্য মস্কোয় সামুদ্রিক পণ্য, আলু, প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধের মতো দ্রব্যের রপ্তানি বাড়ানো। মুক্ত বাণিজ্য, ভারত-রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সম্প্রসারণ, প্রতিরক্ষা চুক্তি, তেল-কূটনীতি নিয়ে আলোচনা, এস-৪০০ ও সুখোই এসইউ-৫৭- এর মতো নানা বিষয় নিয়ে এই সফরে আলোচনা হতে পারে।  

বৃহস্পতিবার রাতেই মোদির সঙ্গে নৈশভোজ সারবেন পুতিন। শুক্রবার থেকে অনুষ্ঠানিক ভাবে বৈঠক এবং সভায় অংশ নেবেন পুতিন। তার আগে শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন। এরপর ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট। রাজধানীর হায়দরাবাদে হাউসে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে পুতিনের। এছাড়াও বর্তমান সফরে পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে পারে ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে, বিশেষত অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ।
  • মুক্ত বাণিজ্য, ভারত-রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সম্প্রসারণ, প্রতিরক্ষা চুক্তি, তেল-কূটনীতি নিয়ে আলোচনা, এস-৪০০ ও সুখোই এসইউ-৫৭- এর মতো নানা বিষয় নিয়ে এই সফরে আলোচনা হতে পারে।  
  • শুক্রবার থেকে অনুষ্ঠানিক ভাবে বৈঠক এবং সভায় অংশ নেবেন পুতিন।
Advertisement