shono
Advertisement

কোভিড পরিস্থিতিতে বদলাচ্ছে ভোটের নিয়ম, দেখে নিন দশটি পয়েন্ট

বাড়ছে বুথ সংখ্যা।
Posted: 05:00 PM Feb 26, 2021Updated: 06:11 PM Feb 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড পরিস্থিতিতে ভোট (West Bengal assembly polls) হতে চলেছে বাংলা-সহ ৫টি রাজ্যে।ভোটারদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে নজর রেখে ভোটের একাধিক নিয়মে বদল এনেছে নির্বাচন কমিশন। করোনা আবহে ভোটের কারণে সাধারণ মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয়, সেই কারণে নিয়মিত স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। 

Advertisement

  • করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৩১ শতাংশ বাড়ানো হচ্ছে বাংলার বুথ। ২০১৬ সালে বুথ সংখ্যা ছিল ৭৭,৪১৩। এবার তা বাড়িয়ে করা হচ্ছে ১ লক্ষ ১ হাজার ৯১৬।
  • বুথ বাড়ানোয় বাড়ছে ভোট কর্মী ও নিরাপত্তারক্ষীর সংখ্যা।
  • বৃদ্ধ-বৃদ্ধাদের কথা মাথায় রেখে প্রতিটি পোলিং বুথ একতলায় করার নির্দেশ।
  •  এক ঘণ্টা বাড়ানো হচ্ছে ভোটদানের সময়। অর্থাৎ ৫ টার পরিবর্তে ৬ টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। 
  • আশি বছরের ঊর্ধ্বে যে ভোটাররা রয়েছেন, তাঁদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা। 
  • প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা।
  • মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে যেতে পারবেন মাত্র ২ জন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে অনলাইনেও।
  • বাড়ি বাড়ি প্রচারে একসঙ্গে পাঁচজনের বেশি নয়।
  • রোড শোর ক্ষেত্রে মানতে হবে দূরত্ব বিধি। 
  • রাজ্য ও জেলা স্তরে নিয়োগ করা হবে নোডাল অফিসার। 

[আরও পড়ুন: সীমান্তে স্থায়ী সমাধানই লক্ষ্য? ফোনে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে আলাপ জয়শংকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement