shono
Advertisement

Breaking News

Jan Suraaj

বিহারে খাতা খুলতে ব্যর্থ, হার স্বীকার করে কী জানাল জন সুরাজ?

ধুমধাম করে রাজনীতির ময়দানে নেমেছিলেন প্রশান্ত কিশোর।
Published By: Subhodeep MullickPosted: 03:56 PM Nov 15, 2025Updated: 05:18 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুমধাম করে রাজনীতির ময়দানে নেমেছিলেন ভোটকুশলি প্রশান্ত কিশোর। ভবিষ্যদ্বাণীও করেছিলেন। কিন্তু সবই ব্যর্থ। বিহারে খাতাই খুলতে পারেনি তাঁর দল জন সুরাজ পার্টি। ভোটের ফল বেরোনোর পর শনিবারই হতাশা প্রকাশ করেছেন পিকে। এবার মুখ খুললেন দলের সভাপতি উদয় সিং। বলেন, “ভোটের ফলে আমরা হতাশ। কিন্তু বিচলিত নই।” 

Advertisement

তিনি বলেন, “বিহার বিধানসভা ভোটের ফলে আমরা হতাশ কিন্তু বিচলিত নই। আমরা একটিও আসন জিততে পারিনি। তবুও আমরা ক্ষমতাসীন এনডিএ-র বিরোধিতা চালিয়ে যাব। দল রাজ্যের মুসলিম ভোটারদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। এই জনাদেশ ইঙ্গিত দেয় যে বিহারের জনগণ আরজেডির প্রত্যাবর্তন চায় না।” একইসঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন, বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে চালু করা  ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ বড় ভূমিকা পালন করেছে। বলে রাখা ভালো, এই প্রকল্প অনুযায়ী, বিহারের ৭৫ লক্ষ মহিলাকে ব্যবসা-বাণিজ্য ও চাষবাস করার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। সফলভাবে কোনও মহিলা ব্যবসা-বাণিজ্য করতে পারলে এই প্রকল্পে তাঁকে পরবর্তীকালে ২ লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকার অনুদান দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এনডিএ বনাম মহাজোটের চিরাচারিত লড়াইয়ে বিহারের রাজনীতিতে তৃতীয় বিকল্প হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন পিকে। তাঁর জন সুরাজ পার্টি জাতপাতের রাজনীতিতে ক্লিষ্ট বিহারে নতুন ভোরের স্বপ্ন দেখায়। কিন্তু সেই সবটাই সোশাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে। প্রশান্ত মাঝে মাঝে সংবাদমাধ্যমে ইন্টারভিউ দেন, বড় বড় দাবি করেন, প্রচারে থাকেন। কিন্তু রাজনীতির রুঢ় বাস্তব যে অনেক কঠিন সেটা বোধ হয়তো ঠান্ডা ঘরে বসে কৌশল তৈরি করা পিকে এবার বুঝলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহারে ভোটের ফল বেরোনোর পর শনিবারই হতাশা প্রকাশ করেছেন জন সুরাজ পার্টির প্রধান পিকে।
  • এবার মুখ খুললেন দলের সভাপতি উদয় সিং।
  • তিনি বলেন, “ভোটের ফলে আমরা হতাশ। কিন্তু বিচলিত নই।”
Advertisement