shono
Advertisement

‘অতিথি’র হাতে হত্যা! দায় নিচ্ছে লরেন্স বিষ্ণোই গ্যাং, কেন খুন করণি সেনা প্রধান?

কে এই সুখদেব সিং গোগামেদি?
Posted: 09:01 PM Dec 05, 2023Updated: 09:25 PM Dec 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার পালাবদলের পরেই রক্তপাত রাজস্থানে (Rajasthan)। মঙ্গলবার জয়পুরে খুন হলেন ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা’ (Shri Rashtriya Rajput Karni Sena) প্রধান সুখদেব সিং গোগামেদি (Sukhdev Singh Gogamedi)। তাকে গুলিতে ঝাঁজরা করে দেয় চার দুষ্কৃতী। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হত্যাকাণ্ডের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর সদস্য রোহিত গোদারা কাপুরসারি হামলার দায় স্বীকার করেছে। কিন্তু কেন এই খুন? কে এই সুখদেব সিং গোগামেদি?

Advertisement

‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা’র সভাপতি ছিলেন সুখদেব। রাজপুত করণী সেনার নরমপন্থী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত ছিলেন তিনি। লোকেন্দ্র সিং কালভির শ্রী রাজপুত করণি সেনার নেতা হিসেবেই উত্থান তাঁর। কিন্তু ২০১৫ সালে লোকেন্দ্রের সঙ্গে মতপার্থক্য হয় সুখদেবের। এর পরেই ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা’ প্রতিষ্ঠা করেন। এর পরেও সেভাবে পাদপ্রদীপের আলোয় আসেননি সুখদেব। ২০১৮ সালে বলি পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘পদ্মাবত’ নিয়ে বিতর্কে পরিচিত হন তিনি।

 

[আরও পড়ুন: ভয় দেখিয়ে মমতার সঙ্গছাড়া করা যাবে না! বিধানসভায় হুঙ্কার ফিরহাদের]

কট্টরপন্থী রাজপুত নেতা লোকেন্দ্র সিংহ কালভি প্রতিষ্ঠিত ‘শ্রী রাজপুত করণী সেনা’ পদ্মবতের বিরোধিতা করে। শুটিংয়ের সময় করণি সেনার সমর্থকদের হাতে আক্রান্তও হয়েছিলেন ভন্সালী। প্রতিবাদ করেন রাজপুত নেতা সুখদেবও। রাজপুতদের সংরক্ষণ নিয়েও আন্দোলন চালান তিনি। চলতি বছরের অগস্ট মাসে রাজপুত করণি সেনার এক শীর্ষস্থানীয় নেতা ভানওয়ার সিং দুষ্কৃতীদের গুলির নিশানা হয়েছিলেন। ক্ষমতা বদলের পর এবার সুখদেবকে হত্যা করা হল।

 

[আরও পড়ুন: সমাবেশের অনুমতি দিল না নির্বাচন কমিশন, বিকল্প কর্মসূচি আওয়ামি লিগের]

সুখদেব খুনের পরেই সোশাল মিডিয়ায় এই হত্যার দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর সদস্য রোহিত গোদারা কাপুরসারি। প্রকৃতই হত্যাকাণ্ডের পিছনে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং আছে কিনা খতিয়ে দেখছে জয়পুর পুলিশ। সুখদেব হত্যা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, “আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে বলেছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement