shono
Advertisement
Yogi Adityanath

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে যোগীর দাওয়াই, 'লাখপতি' প্রকল্পে মহিলাদের বিরাট সাফল্য

৯৮.৪৯ লক্ষ গ্রামীণ পরিবার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত।
Published By: Hemant MaithilPosted: 06:03 PM Dec 03, 2025Updated: 06:19 PM Dec 03, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে নারীর আর্থিক ক্ষমতায়নের এক নতুন অধ্যায় শুরু। 'লাখপতি দিদি' প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলারা আর্থিকভাবে সবল হয়ে উঠছেন। বাড়ছে আত্মবিশ্বাস। গত নভেম্বর পর্যন্ত রাজ্যে ১৮.৫৬ লক্ষেরও বেশি মহিলা বছরে ১ লক্ষ টাকার বেশি আয় করে 'লাখপতি দিদি' হয়ে উঠেছেন।

Advertisement

এই উদ্যোগের অধীনে উত্তরপ্রদেশে মোট ৩৫.৯৪ লক্ষ মহিলাকে চিহ্নিত করা গেছে। এর মধ্যে ২৯.৬৮ লক্ষ মহিলার আয়ের বিস্তারিত তথ্য ডিজিটাল জীবিকা রেজিস্টারে নথিভুক্ত করা হয়। কেন্দ্রীয় সরকার ২০২৬-২৭ সালের মধ্যে দেশের ২ কোটি স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্যের বার্ষিক আয় ১ লক্ষ টাকার উপরে নিয়ে যেতে বদ্ধপরিকর।

রাজ্য সরকার জানিয়েছে, ইতিমধ্যেই ১৮.৫৬ লক্ষ মহিলা এই লক্ষ্য পূরণ করেছেন। বর্তমানে রাজ্যের ৯৮.৪৯ লক্ষ গ্রামীণ পরিবার ৮,৯৬,৬১৮টি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এই গোষ্ঠীগুলি ৬২,৯৫৮টি গ্রাম সংগঠনের মাধ্যমে সরাসরি দেশীয় বাজারে কাজ করছে।

কৃষি, পশুপালন, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন পরিষেবা-ভিত্তিক কাজের মাধ্যমে মহিলারা জীবিকা অর্জন করছেন। সরকারের মূল উদ্দেশ্য গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা। এই প্রকল্প একদিকে যেমন মহিলাদের স্বাবলম্বী করে তুলেছে, তেমনি নিজস্ব পরিচিতি তৈরির মাধ্যমেও সমাজে মহিলাদের প্রতিষ্ঠা দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'লাখপতি দিদি' প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলারা আর্থিকভাবে সবল হয়ে উঠছেন।
  • সরকারের মূল উদ্দেশ্য গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা।
  • এই প্রকল্প মহিলাদের স্বাবলম্বী করে তুলেছে।
Advertisement