shono
Advertisement

Breaking News

Yogi Adityanath

আইন-শৃঙ্খলা, শিল্পে গোটা দেশের মডেল যোগীরাজ্য, 'GIDA' প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

অনুষ্ঠানে ১১৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
Published By: Hemant MaithilPosted: 01:04 PM Dec 01, 2025Updated: 01:04 PM Dec 01, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: একটা সময় ছিল যখন উত্তরপ্রদেশকে সকলে এড়িয়ে চলত। মাফিয়াদের দাপট, দাঙ্গা আর বিশৃঙ্খলার জন্য রাজ্যটির উন্নয়ন একদম তলানিতে এসে ঠেকেছিল। কিন্তু সেই সময় এখন গত হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে সেই ইউপি এখন শিল্প, উন্নয়ন আর আইনের ক্ষেত্রে সারা দেশের মডেল রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে।

Advertisement

গোরখপুর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (GIDA)-এর ৩৬তম প্রতিষ্ঠা দিবস ছিল ২৯ নভেম্বর। সেই অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী জানান, ইউপিতে এখন 'জিরো টলারেন্স' নীতির প্রতিষ্ঠা হয়েছে। এখানে অপরাধ বা দুর্নীতির কোনও স্থান নেই। গুন্ডামি, তোলাবাজি বা মাফিয়ারাজ সব কিছুর অবসান ঘটেছে।

অনুষ্ঠানে ৪০৮ কোটি টাকার ১১৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৬,১৩৯ কোটি টাকা বিনিয়োগের জন্য শিল্পপতিদের হাতে প্লট অ্যালটমেন্ট সার্টিফিকেটও তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 'ডবল-ইঞ্জিন' সরকার আসার পর ইউপি মোট ৪৫ লাখ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। এর মধ্যে ১৫ লাখ কোটি টাকার কাজ শুরু হয়ে গিয়েছে, যাতে দেড় কোটি যুবকের কর্মসংস্থান হয়েছে। শুধু GIDA-তেই ৪০ হাজার যুবক চাকরি পেয়েছেন।

বর্তমানে ইউপিতে ১৬টি বিমানবন্দর চালু আছে। জেওয়ারে দেশের সবচেয়ে বড় বিমানবন্দর তৈরি হয়েছে। পূর্বে অবহেলিত হওয়া পূর্বাঞ্চলীয় ইউপি-ও এখন শিল্প গন্তব্য। পেপসিকো, কোকা-কোলা, আম্বুজা সিমেন্টের মতো বড় সংস্থা এখানে বিনিয়োগ করছে। অযোধ্যায় 'ধর্মধ্বজা' স্থাপনের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি নিশ্চিত, GIDA দ্রুত উত্তরপ্রদেশের শ্রেষ্ঠ শিল্প হাবে পরিণত হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোরখপুর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (GIDA)-এর ৩৬তম প্রতিষ্ঠা দিবস ছিল ২৯ নভেম্বর।
  • অনুষ্ঠানে ৪০৮ কোটি টাকার ১১৪টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
  • GIDA দ্রুত উত্তরপ্রদেশের শ্রেষ্ঠ শিল্প হাবে পরিণত হবে বলে মনে করছেন যোগী।
Advertisement